পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Santragachi Bridge: রক্ষণাবেক্ষণের জের, অসুস্থ শিশু সমেত সাঁতরাগাছি সেতুতে 15 মিনিট আটকে অ্যাম্বুলেন্স - Ambulance gets stuck in Santragachi Bridg

সাঁতরাগাছি ব্রিজে (Santragachi Bridge) দেড় মাসের জন্য যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সোমবার রক্ষণাবেক্ষণের জেরে (renovation work) অসুস্থ শিশু সমেত সাঁতরাগাছি সেতুতে 15 মিনিট আটকে গেল অ্যাম্বুলেন্স ৷ এমনটাই অভিযোগ শিশুটির পরিবারের ৷

Santragachi Bridge
Santragachi Bridge

By

Published : Nov 21, 2022, 9:14 PM IST

হাওড়া, 21 নভেম্বর: হাসপাতালে যাওয়ার সময় অসুস্থ শিশু সমেত অ্যাম্বুলেন্স আটকে গেল পনেরো মিনিটের বেশি যানজটে । ঘটনাটি ঘটেছে সাঁতরাগাছি সেতুতে (Santragachi Bridge) ৷ এমনটাই অভিযোগ করেছে শিশুটির পরিবার ৷

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাঁতরাগাছি সেতুর রক্ষণাবেক্ষণের কাজের জন্য যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে (renovation work) ৷ দেড় মাস এই কাজ চলবে ৷ এইসময় যানবাহন ব্যবস্থা ঠিক রাখার কথা জানানো হয়েছিল পুলিশের তরফে । জরুরি পরিষেবার গাড়িকে অগ্রাধিকার দেওয়ার কথাতেও জোর দিয়েছিল হাওড়া সিটি পুলিশ । তবে বাস্তবে সেতুর রক্ষণাবেক্ষণের কাজ শুরুর দিন থেকেই আন্দুল রোড ও দ্বিতীয় হুগলি সেতুতে যানজট ও অব্যবস্থার ছবি ধরা পড়েছিল ।

আর সোমবার সকালে সাঁতরাগাছির যানজটে আটকে পরে অ্যাম্বুলেন্স । দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকে এই অ্যাম্বুলেন্স । অভিযোগ, অ্যাম্বুলেন্সের ভিতর অসুস্থ শিশু থাকা সত্ত্বেও অনেক অনুরোধ করলেও তাঁদের যেতে দেয়নি কর্তব্যরত ট্রাফিক পুলিশের কর্মীরা । আমতা থেকে অসুস্থ শিশুকে নিয়ে কলকাতার পার্ক স্ট্রিটে যাওয়া হচ্ছিল ৷ সেসময় সাঁতরাগাছি সেতুর আগে গরপা মউখালীর সামনে দীর্ঘ 15 মিনিটের বেশি অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রাখে পুলিশ কর্মী বলেই অভিযোগ অসুস্থ শিশুর পরিবারের (Ambulance gets stuck in Santragachi Bridg) । অ্যাম্বুলেন্স নিয়ে যেতে চাইলে 'বাচ্চা নিয়ে এতো তাড়া কীসের', এমন প্রশ্নের মুখে পড়তে হয় অ্যাম্বুলেন্স যাত্রীদের বলে দাবি পরিবারের । স্বভাবতই এই ঘটনায় ক্ষুব্ধ ওই অসুস্থ্য শিশুর পরিবারের সদস্যরা ।

অসুস্থ শিশু সমেত সাঁতরাগাছি সেতুতে 15 মিনিট আটকে অ্যাম্বুলেন্স

উল্লেখ্য, শনিবার থেকে একটানা দেড় মাসের জন্য যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাঁতরাগাছি ব্রিজে । প্রশাসনের বিভিন্ন স্তরে আলোচনার পর অবশেষে সাঁতরাগাছি ব্রিজের মেরামতির কাজ শুরু হয়েছে । আর তাই শুক্রবার মধ্যরাত থেকে প্রশাসনের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হয় সাঁতরাগাছি সেতু এলাকায় । শনিবার সকাল থেকে সাঁতরাগাছি সেতুতে যান নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে ।

আরও পড়ুন:দেড় মাসের জন্য সাঁতরাগাছি ব্রিজে যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত

রাত 11 থেকে ভোর 5টা অবধি যান নিয়ন্ত্রণে করা হবে বলেই গতকাল শুক্রবার জানান হয়েছিল হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে । এছাড়াও জানান হয়, ভোর 5 থেকে রাত 11টা পর্যন্ত কলকাতাগামী একমুখী লেন খোলা রাখা হবে । যে কদিন ব্রিজ মেরামতির কাজ চলবে সেই কদিন কোনও পণ্যবাহী ট্রাক চলতে দেওয়া হবে না সেতুর উপর দিয়ে । পণ্যবাহী ট্রাক কেবল রাত্রি দশটার পর কলকাতার দিক থেকে চলাচল করতে পারবে । সেক্ষেত্রে দ্বিতীয় সেতুর টোল প্লাজা পেরিয়ে আন্দুল রোড হয়ে জাতীয় সড়কের উদ্দেশ্যে ঘুরিয়ে দেওয়া হবে ।

ABOUT THE AUTHOR

...view details