পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টিকাকরণে স্বজনপোষণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, বচসায় বেরলো পিস্তল - জগৎবল্লভপুর থানা

পোলগুষ্টিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে টিকাকরণে স্বজনপোষণের অভিযোগ । তা নিয়ে বচসা শুরু হয় তৃণমূল-বিজেপির মধ্যে । বের হয় পিস্তল ।

Allegations of partiality in vaccination in howrah
টিকাকরণে স্বজন পোষণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

By

Published : Jun 3, 2021, 11:01 PM IST

জগৎবল্লভপুর, 3 জুন : করোনা অতিমারিতে ভ্যাকিসিন পাওয়া নিয়ে এবার উত্তেজনা ছড়াল পাঁচলা বিধানসভা এলাকার পোলগুষ্টিয়া গ্রামে । এই গ্রামের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন নিয়ে স্বজনপোষণের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । এই অভিযোগ পেয়ে বিজেপি কর্মীরা স্বাস্থ্যকেন্দ্রে গেলে বচসা শুরু হয় তৃণমূল কর্মীদের সঙ্গে । বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের ওপর লাঠি বাঁশ নিয়ে চড়াও হয় । পিস্তল উঁচিয়ে তাড়া করা হয় । এমনকি বোমাবাজিও করা হয় । ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।

ভ্যাকসিন কেন্দ্র মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ । পরিস্থিতি সামাল দিয়ে ফের ভ্যাকসিন দেওয়া চালু হয় । হাওড়া জেলার বিজেপি যুব মোর্চার সম্পাদক আকাশ বড়াল জানান, আজ তাঁরা পোলগুষ্টিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন । কারণ অভিযোগ ছিল সাধারণ মানুষ ভ্যাকসিন পাচ্ছেন না । তৃণমূল নেতারা বেছে বেছে তাঁদের দলীয় সমর্থকদের ভ্যাকসিন পাইয়ে দিচ্ছে । এনিয়ে বিজেপি প্রতিবাদ করায় হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । তাঁদের মারধর করা হয় । পিস্তল বের করে গুলি করার হুমকিও দেওয়া হয় ।

টিকাকরণে স্বজন পোষণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আরও পড়ুন : বাংলা আবাস যোজনায় তৃণমূলের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

পাঁচলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক গুলশান মল্লিক জানান, তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন । ভ্যাকসিন দলমত নির্বিশেষে দেওয়া হচ্ছে । বিজেপি কর্মীরা ইচ্ছাকৃতভাবে ঝামেলা শুরু করে । মহিলা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অশালীন আচরণ করে । এরপর গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে বিজেপি কর্মীদের তাড়া করেন । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

ABOUT THE AUTHOR

...view details