পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডাউন পুরী-হাওড়া শতাব্দীতে পচা খাবার সরবরাহ, ক্ষোভ যাত্রীদের

ডাউন পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেসে পচা খাবার সরবরাহের অভিযোগ উঠল রেলের বিরুদ্ধে । আজ দুপুরে ট্রেন হাওড়া স্টেশন ঢুকতেই ক্ষোভে ফেটে পড়ে যাত্রীরা । শতাব্দীর মতো ট্রেনে খাবারের মান কেন এত খারাপ হবে ? প্রশ্ন তুলছেন যাত্রীরা ।

poor food supply in satabdi express
পুরী-হাওড়া শতাব্দীতে পচা খাবার

By

Published : Jan 27, 2020, 9:03 PM IST

হাওড়া, ২৭ জানুয়ারি : ট্রেনের খাবারের মান নিয়ে প্রায়ই অভিযোগ শোনা যায় । কখনও যাত্রীদের পচা, বাসি খাবার সরবরাহ করা হয়, কখনও বা খাবারে পাওয়া যায় টিকটিকি, আরশোলা । এবার খাবারের মান নিয়ে অভিযোগ উঠল ডাউন পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেসে । আজ দুপুরে হাওড়া স্টেশনে ট্রেন ঢোকার পর যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা ।

যাত্রীদের একাংশ জানায়, পুরী থেকে ট্রেন ছাড়ার পর খড়গপুরের কাছে রেলের তরফে দুপুরের খাবার দেওয়া হয় । মেনুতে ছিল ফ্রায়েড রাইস, চিলি চিকেন ও তরকারি । কিন্তু সেই খাবার মুখে তুলতে পারেনি তারা । কয়েকজন জানান, খাবারের ঢাকনা খুলতেই পচা গন্ধ বেরোতে থাকে । বাসি ছিল চিলি চিকেনের মাংসও । বিষয়টি তাঁরা কর্তব্যরত IRCTC-র কর্মীদের নজরে আনেন। তাঁরা আরও জানান, খারাপ মানের খাবার দেওয়ার কথা স্বীকার করলেও বিকল্প খাবারের ব্যবস্থা করা হয়নি ৷ ফলে হাওড়া স্টেশন পৌঁছানো পর্যন্ত অভুক্ত থাকতে হয় তাঁদের ৷

পুরী-হাওড়া শতাব্দীতে পচা খাবার সরবরাহের অভিযোগ

শতাব্দীর মতো ট্রেনে যেখানে টিকিটের মূল্য অন্য ট্রেনের তুলনায় বেশি সেখানে যাত্রীদের খাবারের মান নিয়ে রেল এত উদাসীন কেন? প্রশ্ন তুলছেন যাত্রীরা । অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেন, "রেলে খাবার দেওয়ার দায়িত্ব থাকে IRCT-র হাতে । তাদের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ।"

ABOUT THE AUTHOR

...view details