তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যুতে সিপিএম'এর বিরুদ্ধে অভিযোগ হাওড়া, 8 জানুয়ারি: এখনও পঞ্চায়েতের ভোটের দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। আর তার আগেই আবারও সন্ত্রাসের অভিযোগ উঠল। এবার হাওড়য় খুন হলেন তৃণমূল কর্মী (TMC Worker)। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার আমতা থানার চন্দ্রপুর পঞ্চায়েতের অন্তর্গত চাটরা মোল্লাপাড়ায়। আমতা থানার পুলিশ সূত্রে খবর, মৃতের নাম লাল্টু মিদ্যা (33)। তৃণমূলের অভিযোগ, দলীয় কর্মীকে খুন করেছে সিপিএম (CPM) ৷ এই ঘটনার যার জেরে এদিন স্থানীয় তৃণমূলের কর্মীরা আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন ৷
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শনিবার রাত আটটা নাগাদ পেশায় টোটো চালক লাল্টু বাড়ি ফেরেন। এরপরে তিনি বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে কিছুটা দূরে যান। রাতে বাড়ি ফেরেননি। সারারাত বাড়ি না-ফেরায় পরিবারের লোকরাও উদ্বিঘ্ন হয়ে পড়েন। রবিবার সকালে বাড়ি থেকে 100 মিটার দূরে একটি পুকুরের মধ্যে তাঁর দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই পরিবারের লোকেদের কাছে সংবাদ পৌঁছলে বাড়িতে শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থলে আসে আমতা থানার পুলিশ।
পুলিশ এসে লাল্টুর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে মৃত লাল্টুর ময়নাতদন্ত হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃতদেহে আঘাতের চিহ্ন থাকায় আত্মহত্যা না খুন তাই নিয়ে এখনও নিশ্চিত নন (TMC Worker Unusual Death) তদন্তকারী আধিকারিকরা। ময়নাতদন্তের রিপোর্ট এলে সে বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হবে বলেই মনে করছেন আধিকারিকরা। যদিও সম্ভাব্য সব দিক খতিয়ে দেখেই এই ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে আমতা থানার পুলিশ। যদিও পরিবারের দাবি লাল্টুকে খুন করা হয়েছে।
আরও পড়ুন:জয়নগরে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব, বিধায়ক অনুগামীদের হাতে মার খেয়ে হাসপাতালে তৃণমূল কর্মী
ঘটনার প্রতিবাদ জানিয়ে আমতা রোডে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন স্থানীয় তৃণমূলের কর্মীরা। পাশাপাশি শাসকদলের পক্ষ থেকে লাল্টুকে খুন করার অভিযোগ তোলা হয় সিপিএমের বিরুদ্ধে । এলাকায় জনপ্রিয় সংগঠক হিসাবে শাসকদলের হয়ে কাজ করতেন লাল্টু বলেই দাবি করা হয় স্থানীয় তৃণমূলের পক্ষ থেকে। তাঁদের অভিযোগ, এলাকার শান্তির পরিবেশ নষ্ট করার জন্যই পরিকল্পিতভাবে খুন করা হয়েছে লাল্টুকে। যদিও এই বিষয়ে সিপিএমের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।