আমতা, 22 ফেব্রুয়ারি : আনিশ খানের বাড়িতে গেলেন জেএনইউ’র ছাত্রনেতা উমর খালেদের বাবা তথা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য সৈয়দ কাসিম রাসূল ইলিয়াস (AIMPLB Member Syed Qasim Rasool Ilyas Meet With Anish Khan Family) ৷ সেখানে আনিশের পরিবারের পাশে থাকার কথা বলেছেন তিনি ৷ পাশাপাশি, মুখ্যমন্ত্রী যেন আনিশের পরিবারের সঙ্গে গিয়ে দেখা করেন, সেই আবেদন করেন সৈয়দ কাসিম ৷ তবে, তিনি সবচেয়ে বিস্ফোরক মন্তব্য যেটি করেছেন ৷ তা হল, আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারলে, সরকার রেখে দেওয়ার প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সৈয়দ কাসিম ৷ তিনি অভিযোগ করেছেন, আনিশের মৃত্যুর পিছনে বড় চক্রান্ত রয়েছে ৷
সৈয়দ কাসিম রাসূল ইলিয়াস দাবি করেছেন, আনিশের মৃত্যু কোনও ছোট ঘটনা নয় ৷ এর পিছনে বড় চক্রান্ত রয়েছে ৷ তাঁর কথা, এনআরসি ও সিএএ নিয়ে প্রতিবাদে অংশ নেওয়া বহু পড়ুয়াকে উত্তরপ্রদেশ এবং দিল্লিতে এভাবেই মেরে ফেলা হয়েছে ৷ এমনকি অনেকের নামে মিথ্যে মামলা দায়ের করে ফাঁসানো হয়েছে ৷ আর তাই এই হত্যাকাণ্ডের তদন্তভার সিবিআই’র হাতে দেওয়ার আবেদন জানিয়ে রাজ্য সরকারকে চিঠি দেবেন বলেও জানিয়েছেন সৈয়দ কাসিম (Syed Qasim Rasool Ilyas Demand CBI Investigation for Anish Khan Murder) ৷
আরও পড়ুন : Anish Khan Murder Case : আনিশের বাড়িতে যেতে পারল না সিট, মাঝরাতে কলকাতায় ফিরলেন তদন্তকারীরা