পাঁচলা(হাওড়া), 4 জুন : ভিনরাজ্য ফেরত শ্রমিকদের বিক্ষোভে উত্তাল হাওড়ার পাঁচলা নয়াচক যদুনাথ স্কুলের কোয়ারানটিন সেন্টার। পর্যাপ্ত খাদ্য দেওয়া হচ্ছে না,এই অভিযোগে পথ অবরোধ করেন ইনস্টিটিউশনাল কোয়ারানটিনে থাকা ওই শ্রমিকরা। বিক্ষোভে থালা বাজিয়ে প্রতিবাদ জানান তাঁরা ৷
খাবারের দাবিতে রাস্তায় থালা বাজিয়ে বিক্ষোভ কোয়ারানটিনের আবাসিকদের - Corona
ইনস্টিটিউশনাল কোয়ারানটিনে পর্যাপ্ত খাওয়ার দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ৷ পর্যান্ত খাওয়ারের দাবিতে রাস্তা অবরোধ করে থালা বাজিয়ে বিক্ষোভ কোয়ারানটিনে থাকা ভিনরাজ্য ফেরত শ্রমিকদের ৷
খাবার ও পানীয় জল সহ একাধিক দাবিতে আমতা-রানিহাটি রাজ্য সড়ক অবরোধ করেন কোয়ারানটিনে থাকা আবাসিকদের একাংশ। আজ দুপুর নাগাদ অবরোধ করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পাঁচলা থানার পুলিশ। বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরাতে চেষ্টা করেন কর্তব্যরত পুলিশকর্মরা। তাতেই ক্ষোভে ফেটে পড়ে অবরোধকারীরা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। পরিস্থিতি সামাল দিতে আরও পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ৷ প্রায় 45 মিনিট ধরে পুলিশের সঙ্গে তর্কাতর্কির চলে অবরোধকারীদের ৷ তারপর অবরোধ তোলেন তাঁরা ৷
অন্যদিকে, আজ জগৎবল্লভপুর BDO অফিসে ভিনরাজ্য ফেরত শ্রমিকদের দুরবস্থা নিয়ে ডেপুটেশন জমা দেন BJP-র রাজ্য যুব মোর্চার প্রাক্তন সভাপতি দেবজিৎ সরকার। তাঁর অভিযোগ, "মাত্র তিনটি ঘরে প্রায় 50 জনের কাছাকাছি ভিনরাজ্য ফেরত শ্রমিকদের রাখা হচ্ছে।" এরফলে সামাজিক দূরত্ব কিভাবে বজায় রাখা সম্ভব তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি ৷ পাশাপাশি তিনি দাবি করেন, জগতবল্লভপুরের BDO তাঁকে জানিয়েছেন যে তিনি কিছু করতে পারবেন না, রাজ্য সরকারের তরফে কোনও সাহায্য করা হচ্ছে না ৷ তিনি নিরুপায় ৷ এরপরই গোটা ঘটনার তীব্র নিন্দা করেন ওই BJP নেতা। সমস্যার সমাধান না হলে রাস্তায় আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেন তিনি ৷