হাওড়া, 6 নভেম্বর : বেতনের দাবিতে এবার থালা-বাটি হাতে রাস্তায় নেমে প্রতীকী ভিক্ষা চাইতে দেখা গেল হুগলি নদী জলপথ পরিবহনের কর্মীদের । আজ দুপুর দেড়টা নাগাদ হাওড়া জেটি ঘাট সংলগ্ন জলপথ পরিবহন ভবনের সামনে এই প্রতীকী বিক্ষোভ দেখান কর্মীদের একাংশ । তাঁদের দাবি, দীর্ঘদিন বেতনহীন অবস্থায় কাজ করেছেন তাঁরা । জলপথে কর্মরত প্রায় 700 কর্মীরই সংসার চালানো দায় হয়ে পড়েছে । একাধিকবার আরজির পর রাজ্য সরকারের তরফে দু'কোটি টাকা তাঁদের সাহায্য করা হয় ।
কিন্তু অভিযোগ, এরপর তাঁরা এক মাসের বেতন পেলেও পুজোর বোনাস-সহ আরও দুই মাসের বেতন পাননি । এই অবস্থায় তাঁদের দাবি, অবিলম্বে তাঁদের প্রাপ্য সেই টাকা মিটিয়ে দিতে হবে । পাশাপাশি তাঁরা আরও জানিয়েছেন, রাজ্য সমবায় মন্ত্রী অরূপ রায়ের কাছে তাঁরা দরবার করেছেন এর আগে । বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কোনও ফল তাঁরা পাননি । এর পাশাপাশি জলপথ পরিবহনের অ্যাডমিনিস্ট্রেটর আমানুল ইলাল তাঁদের সঙ্গে দেখা করছেন না বলেও অভিযোগ করছেন কর্মীরা । সব মিলিয়ে তাঁদের বেতন প্রক্রিয়া এখন কার্যত বিশবাঁও জলে ।