বেলুড়, 23 জানুয়ারি : বেলুড়ে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । এর জেরে উত্তপ্ত হয়ে ওঠে বেলুড় । প্রতিবাদে জিটি রোডে টায়ার জ্বেলে অবরোধ করে বিজেপি। গুলিবিদ্ধ হন প্রমোদ দুবে নামে এক বিজেপি কর্মী ।
আজ বেলুড় থানার অন্তর্গত লিলুয়া মাতোয়ালা চৌরাস্তায় বিজেপির কয়েকজন কর্মী মর্নিং ওয়াক করতে যাচ্ছিলেন । অভিযোগ, তখনই তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক নিজের দলবল-সহ তাঁদের ওপর চড়াও হন । স্থানীয় সূত্রে খবর, গতকাল বিজেপির একটি অনুষ্ঠান ছিল । সেই অনুষ্ঠানে লিলুয়া পাঠক বাড়ির সামনে পতাকা লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় । বিজেপির তরফে অভিযোগ, গতকালের ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সকালে হামলা চালায় শাসক দলের লোকেরা । পাশাপাশি আরও অভিযোগ, তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক কৈলাস মিশ্রই এই হামলা চালান বিজেপি কর্মীদের উপর । ঘটনায় তিনজন আশঙ্কাজনক অবস্থায় শ্রমজীবী হাসপাতলে ভরতি আছেন ।
এরপরেই বিজেপি কর্মী ও সমর্থকরা লিলুয়ার জিটি রোডে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে । অভিযোগ, কৈলাস মিশ্রের দলবল ফের হামলা চালায় । চলে বোমাবাজি-গুলি। এর জেরে গুলিবিদ্ধ হন প্রমোদ দুবে নামে এক বিজেপি কর্মী । তাঁকে লিলুয়ার স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন রয়েছে । পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ ।