পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Minakshi Mukherjee Gets Bail : জেল থেকে মুক্তির পরই বৃহত্তর আন্দোলনের ডাক মীনাক্ষীর - DYFI Leader Minakshi Mukherjee Gets Bail

জেল থেকে মুক্তি পেলেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (DYFI Leader Minakshi Mukherjee) ৷ এদিন আনিশ হত্যাকাণ্ডের ঘটনায় হাওড়া সংশোধনাগার থেকে 15 জনকে মুক্তি দেওয়া হয় ৷ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে জানান মীনাক্ষী ৷

Minakshi Mukherjee Granted Bail
জেল থেকে মুক্তির পর মিনাক্ষী মুখোপাধ্যায়

By

Published : Mar 8, 2022, 6:02 PM IST

হাওড়া, 8 মার্চ :দশদিন পর জেল থেকে মুক্তি পেলেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (DYFI Leader Minakshi Mukherjee Gets Bail) ৷ একইসঙ্গে আরও পনেরো জন বামপন্থী ছাত্র-যুব কর্মীকে মুক্তি দেওয়া হয়। মীনাক্ষী জানান, আনিশ খান হত্যার দোষীদের শাস্তি না হলে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। দশদিন হাজতবাসের ফলে মীনাক্ষী মুখোপাধ্যায় কিছুটা অসুস্থ। শারীরিক সমস্যার কারণে আপাতত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হবেন। মাধ্যমিক পরীক্ষা শেষ হলে বৃহত্তর আন্দোলন করা হবে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন : জামিন পেলেন বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়

আনিশ হত্যাকাণ্ডে দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে বাম ছাত্র-যুব সংগঠন লাগাতার আন্দোলন করে চলেছে। নেতৃত্বের অন্যতম মুখ রাজ্য ডিওয়াইএফআইয়ের সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। হাওড়ায় আন্দোলনের দিন মীনাক্ষীকে গ্রেফতার করা হয়েছিল। মঙ্গলবার মীনাক্ষীদের মুক্তির দিন মিছিল করতে চেয়ে পুলিশি বাধার মুখে পড়ে বাম সংগঠন। রাসবিহারী থেকে ভবানীপুর থানা পর্যন্ত মিছিল করার পরিকল্পনা ছিল এসএফআই এবং ডিওয়াইএফআইয়ের। কিন্তু হাজরা মোড়ে এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য,সর্বভারতীয় সম্পাদক ময়ুখ বিশ্বাস-সহ একাধিক ছাত্র-যুব সংগঠনের সদস্যদের গ্রেফতার করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের সাংগঠনিক মিটিংয়ের মঞ্চ থেকে বাম ছাত্র সংগঠনের এই মিছিলের পরোক্ষ সমালোচনা করেন। বাম ছাত্র- যুবরা অবশ্য মুখ্যমন্ত্রীর এই সমালোচনাকে আমল দিতে নারাজ। এদিনের মিছিল থেকে গ্রেফতার ব্যক্তিদের দ্রুত মুক্তি না দিলে আগামীকাল থেকে রাজ্যজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা।

আরও পড়ুন :অধীরের কোনও গুরুত্ব নেই, কটাক্ষ সৌগতর

উল্লেখ্য, মীনাক্ষীদের সোমবার জামিন মঞ্জুরের পরই মঙ্গলবার 15 জনকে মুক্ত করা হয় হাওড়া সংশোধনাগার থেকে। টানা দশ দিন জেল খাটার পর হাওড়া জেল থেকে ছাড়া পেলেন বাম নেতা ও কর্মীরা। এই উপলক্ষে মঙ্গলবার সকালে বামকর্মীরা হাওড়া জেলের গেটে জড়ো হন। এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মীরা জেল থেকে বেরিয়ে এলে তাঁদের মালা পরানো হয়।

ABOUT THE AUTHOR

...view details