পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Howrah Sadar Hospital: হাওড়া সদর হাসপাতালে চিকিৎসা করাতে এসে প্রহৃত আইনজীবী - Howrah Sadar Hospital

চিকিৎসা করাতে এসে হাসপাতাল কর্মীদের হাতে আক্রান্ত হলেন হাওড়া কোর্টের উকিল ৷ বুধবার দুপুরে হাওড়া সদর হাসপাতালে এই ঘটনা ঘটেছে (Howrah Sadar Hospital)৷

Etv Bharat
হাওড়া সদর হাসপাতালে প্রহৃত উকিল

By

Published : Dec 7, 2022, 9:33 PM IST

হাওড়া, 7 ডিসেম্বর: সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে প্রহৃত হলেন হাওড়া কোর্টের উকিল ও তাঁর স্ত্রী(Howrah Court Advocate Beaten at Howrah Sadar Hospital)। হাসপাতাল কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ৷ বুধবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়া সদর হাসপাতালের বহির্বিভাগে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় হাওড়া থানার পুলিশ ৷ কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয় পুলিশ ৷

হাওড়া সদর হাসপাতালে স্বামীকে নিয়ে চিকিৎসা করাতে এসেছিলেন বিজয়লক্ষ্মী । টিকিট কাউন্টারে দেওয়ার মতো দু'টাকা খুচরো না-থাকায় লম্বা লাইনে অন্য আরেকজনের থেকে চেয়ে তা কাউন্টারে দেন । এরপর তাঁর কাগজ কাউন্টারের কর্মী ছুড়ে ফেলে দিয়ে স্বামীকে ডেকে আনতে বলেন । সেইমতো বিজয়লক্ষ্মী দেবী স্বামীকে ডেকে আনেন ৷ তিনি এসে কাগজ ছুড়ে ফেলে দেওয়ার কারণ জানতে চাওয়ায় ওই কাউন্টার থেকে এক মহিলা ও এক পুরুষ কর্মী বেরিয়ে তাঁদেরকে সকলের সামনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও মারধর করতে শুরু করেন । পুরো বিষয়টিই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে ৷

আরও পড়ুন :সরকারি হাসপাতালের প্রতিটি বিটে এবার কনস্টেবল রাখা হবে, জানাল লালবাজার

আক্রান্ত ব্যক্তি হাওড়া কোর্টে ওকালতি করেন বলে জানা গিয়েছে । সহকর্মীর উপর হামলার খবর শুনে হাসপাতালে আসেন হাওড়া কোর্টের অন্যান্য উকিলরা । ঘটনার নিন্দা করার পাশাপাশি অভিযুক্ত দুই হাসপাতাল কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তাঁরা ।

চিকিৎসার জন্য হাওড়া সদর হাসপাতালে এসে প্রহৃত হাওড়া কোর্টের উকিল

যদিও এই ঘটনা প্রসঙ্গে হাসপাতাল সুপার নারায়ণ চট্টোপাধ্যায় জানান, এই ঘটনায় যদি হাসপাতালের কোনও কর্মী যুক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে । পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দেখার আশ্বাস দেন তিনি । বুধবারের এই ঘটনার জেরে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে হাওড়া হাসপাতাল চত্বরে। দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানায় হাসপাতালে আসা রোগী ও তাঁদের আত্মীয়রা ।

আরও পড়ুন :ঘেরাও মুক্ত হলেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ-সহ বাকিরা

ABOUT THE AUTHOR

...view details