আমতা, 5 মার্চ : ভোটের বাজারে প্রয়োজন নেই, তাই মুখ্যমন্ত্রী নিষ্ক্রিয় ৷ আনিশ খান মৃত্যুরহস্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ অধীর চৌধুরীর (Adhir Chowdhury Criricise CM Over Anish Khan Death Case) ৷ আজ দুপুরে আনিশের বাড়িতে আসেন লোকসভায় কংগ্রেসের দলনেতা ৷ আনিশের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি ৷ এর পরই সংবাদমাধ্যমের সামনে চাঁছাছোলা ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন তিনি ৷ অভিযোগ করেন বিরোধী থাকাকালীন রিজওয়ানুর মামলায় তিনি সক্রিয় ছিলেন ৷ আর আনিশ খানের মামলায় তিনি নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন ৷
অধীর মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, ‘‘দিদির রাজনৈতিক কর্মকাণ্ড ভোটের বাজার দেখেই চলে ৷ ভোট এলেই মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের ত্রাতা সাজেন ৷ আর নির্বাচন শেষ হয়ে গেলেই তাঁদের উপরে অত্যাচার নামিয়ে আনেন ৷’’ এদিন রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে অধীর জানান, প্রয়োজনে তিনি রাষ্ট্রপতি পর্যন্ত বিষয়টিকে নিয়ে যাবেন ৷ কিন্তু, আনিশের মৃত্যুর প্রতিবাদ করা ছাড়বেন না ৷ আনিশের মৃত্যুকে পরিকল্পতি হত্যা বলে দাবি করেছেন অধীর ৷ তাই মানবাধিকার কমিশন এবং সংখ্যালঘু সেলের কাছেও বিষয়টি নিয়ে যাওয়ার কথা বলেন অধীর ৷