হাওড়া, ২ মার্চ : পুলওয়ামা কাণ্ডের পর লাল সতর্কতা জারি হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। হাওড়া স্টেশনেও জোর কদমে তল্লাশি শুরু হয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে RPF সূত্রে খবর।
পুলওয়ামা কাণ্ডের জের : হাওড়া স্টেশনে বিশেষ তল্লাশি - search
পুলওয়ামা কাণ্ডের জেরে হাওড়া স্টেশনে চলল বিশেষ তল্লাশি। আজ GRP ও RPF যৌথভাবে এই স্টেশনে তল্লাশি চালায়।
কয়েকবছর আগে কুখ্যাত জঙ্গি আফতাব আনসারি হাওড়া স্টেশনে বোমা বিস্ফোরণের চক্রান্ত করেছিল। এরপর থেকে হাওড়া স্টেশনে মাঝেমাঝেই তল্লাশি চালানো হয়। তবে পুলওয়ামা কাণ্ডের পর হাওড়া স্টেশনে তল্লাশি আরও জোরদার করা হল। GRP ও RPF যৌথভাবে এই স্টেশনে প্রতিদিন তল্লাশি চালাচ্ছে। আজ থেকেই স্নিফার ডগ ও বম স্কয়্যাড নিয়ে স্টেশন চত্বরে কার্যত চিরুনি তল্লাশি চালানো হয়। বিভিন্ন ট্রেনের কামরায় যাত্রীদের লাগেজ ও স্টেশনে আসা গাড়িতেও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হয়।
GRP সূত্রে খবর, আজ স্টেশন থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কিন্তু হাওড়া স্টেশনে লাগাতার এই তল্লাশি চালানো হবে। এছাড়াও স্টেশনের নজরদারি বাড়াতে অতিরিক্ত CCTV বসানো হচ্ছে।