হাওড়া, 24 অগাস্ট : হাওড়ার একটি আবাসনের এক নিরাপত্তাকর্মী খুনের ঘটনায় বেকসুর খালাস হলেন তৃণমূলের প্রাক্তন পৌরপিতা শৈলেশ রায় । আজ হাওড়া আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ এই রায় ঘোষণা করেন । পাশাপাশি জানান, ওই নিরাপত্তাকর্মী খুনের ঘটনায় জড়িত বাকি ছয় জনকেও বেকসুর খালাস করা হল ।
2016 সালের 17 জুন হাওড়া থানার অন্তর্গত রাউন্ড ট্যাঙ্ক লেনে খুন হন একটি আবাসনের নিরাপত্তাকর্মী বিজয় মল্লিক । পুলিশ সূত্রে খবর, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করে খুন করা হয় । এরপর হাওড়া থানার তরফে শুরু হয় তদন্ত ৷ নিরাপত্তাকর্মী খুনের ঘটনায় হাওড়া পুলিশ 2017 সালে 13 জুন গ্রেপ্তার করে হাওড়া পৌরনিগমের 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রাক্তন পৌরপিতা শৈলেশ রায়কে । গ্রেপ্তারের পর থেকে প্রেসিডেন্সি জেল হেফাজতেই ছিলেন শৈলেশ ।