হাওড়া, 4 ডিসেম্বর : হাওড়া পৌরনিগমের ফের প্রশাসক বদল ৷ হাওড়া পৌরনিগমের প্রশাসক পদের দায়িত্ব পালন করছিলেন জেলাশাসক মুক্তা আর্যা ৷ এবার সেই দায়িত্ব দেওয়া হল পৌরকমিশনার আইএএস অভিষেক কুমার তিওয়ারিকে । গত দুই বছরে এনিয়ে চার বার প্রশাসক বদল করা হল হাওড়া পৌরনিগমে । নবান্ন সূত্রে খবর, জেলাশাসকের কাজের দায়িত্ব ও পৌরনিগম পরিচালনার বর্ধিত কাজের চাপের জন্য সমস্যা তৈরি হচ্ছিল ৷ তাই জেলাশাসকের উপর থেকে বর্ধিত কাজের চাপ কমানোর জন্য ও পৌরনিগমের কাজে দ্রুততা আনার উদ্দেশ্যেই প্রশাসক পরিবর্তন ।
গতকাল নবান্নের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, হাওড়া পৌরনিগমে নতুন প্রশাসক হলেন আইএএস অফিসার অভিষেক কুমার তিওয়ারি । হাওড়া পৌরনিগমের প্রশাসক পদের দায়িত্বের আগে উচ্চশিক্ষা দপ্তরের যুগ্ম সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি । এর আগে হাওড়ার জেলাশাসক মুক্তা আর্যা-র সঙ্গে হাওড়া পৌরনিগমের প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন । আজ থেকে হাওড়া পৌরনিগমের দায়িত্ব নেবেন নব নিযুক্ত প্রশাসক অভিষেককুমার তিওয়ারি । এতে বোর্ডহীন পৌরসভার কাজে গতি আসবে বলেই মনে করছেন পৌরনিগমের কর্মীরা ।