পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাগনানে নিখোঁজ কিশোরীর মৃতদেহ উদ্ধার, গ্রেপ্তার এক - Bagnan murder

বাগনানে রেললাইনের কাছে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার হয় ৷ সরস্বতী পুজোর দিন থেকে নিখোঁজ ছিল সে ৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজপুর থানার পুলিশ ৷

Murder at Bagnan
ছবিটি প্রতীকী

By

Published : Feb 3, 2020, 12:52 AM IST

Updated : Feb 3, 2020, 1:49 AM IST

হাওড়া, 3 ফেব্রুয়ারি : বাগনান রেললাইনের কাছ থেকে উদ্ধার হয় এক অজ্ঞাত পরিচয় কিশোরীর মৃতদেহ ৷ বৃহস্পতিবার রাতে দেহটি উদ্ধারের পর পুলিশ সেটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় ৷ পরে জানা যায়, ওই কিশোরী সরস্বতী পুজোর দিন থেকে নিখোঁজ ছিল ৷ তার পরিবার এসে দেহটি শনাক্ত করে ৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷

মৃতের নাম সাথি সামন্ত ৷ বাগনানের রাজপুর থানার সুমদা গ্রামের বাসিন্দা ৷ বাগনান ভুঙেড়া বি এন এস উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী ছিল সাথি ৷ পরিবারের তরফে জানানো হয়, সরস্বতী পুজোর দিন সকাল 10টা নাগাদ স্কুলে যাওয়ার নাম করে সে বাড়ি থেকে বেরিয়েছিল 17 বছর বয়সি এই কিশোরী ৷ কিন্তু, তারপর আর বাড়ি ফেরেনি ৷ সারাদিন বাড়ি না ফেরায় থানায় অভিযোগ দায়ের করা হয় ৷

সরস্বতী পুজোর পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে পুলিশ বাগনান রেললাইনের কাছ থেকে এক অজ্ঞাত পরিচয় কিশোরীর মৃতদেহ উদ্ধার করে । উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দেহটি ৷ পরে শুক্রবার রাতে সাথির পরিবার মৃতদেহটি শনাক্ত করে । জানা গেছে , এক যুবকের সঙ্গে সাথির সম্পর্ক ছিল । সরস্বতী পুজোর দিন সারাদিন তার সঙ্গেই ছিল সে । সাথির পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীরা পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় । পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় । পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Last Updated : Feb 3, 2020, 1:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details