হাওড়া, ৯ মার্চ : মেস থেকে উদ্ধার হল এক যুবতির ঝুলন্ত দেহ। তাঁর নাম সাবিনা ইয়াসমিন। বাড়ি পূর্ব মেদিনীপুরের প্রিয়নগর এলাকায়। আজ সকালে বালি বীরেশ্বর চ্যাটার্জি স্ট্রিটের ঘটনা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ফোনে কথা বলতে বলতে আত্মহত্যা যুবতির!
ফোনে কথা বলতে বলতে আত্মহত্যা করলেন এক যুবতি। তাঁর নাম সাবিনা ইয়াসমিন। আজ সকালে বালি বীরেশ্বর চ্যাটার্জি স্ট্রিটের ঘটনা।
সাবিনা ইয়াসমিন
সাবিনা হাওড়ার এক হোটেলে রিসেপশনিস্টের কাজ করতেন। তিনি হাওড়াতেই একটি মেসে থাকতেন। আজ সকালে মেসের আবাসিকরা সাবিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সাবিনার কানে হেডফোন ছিল। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।
সাবিনার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, প্রেমঘটিত কারণে সাবিনা আত্মহত্যা করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।