হাওড়া, 25 মে : রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের উদ্যোগে মধ্য হাওড়ায় চালু হল সেফ হোম । রামকৃষ্ণ শিক্ষালয় স্কুলে আড়াইশো শয্যার এই সেফ হোম তৈরি করা হয়েছে ৷ ঘূর্ণিঝড় যশে কেউ বিপদে পড়লে, তাঁদের সেখানে নিয়ে গিয়ে রাখা হবে ৷ সেই সঙ্গে উদ্ধার করে রাখা মানুষজনকে কোভিড বিধি মেনেই তাঁদের রাখা হবে ৷
মন্ত্রী অরূপ রায়ের উদ্যোগে মধ্য হাওড়ায় সেফ হোম - ঘূর্ণিঝড়
বিভিন্ন জায়গায় যশের মোকাবিলার করার জন্য সরকারি তরফে একাধিক ব্যবস্থা করা হয়েছে ৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার হাওড়ার মানুষের পাশে দাঁড়াতে সেফ হোম তৈরি করলেন মন্ত্রী অরূপ রায় ৷ রামকৃষ্ণ শিক্ষালয় স্কুলে তৈরি এই সেফ হোমে ঘূর্ণিঝড় যশে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষজনকে উদ্ধার করে এনে সেখানে রাখা হবে ৷
আরও পড়ুন : ময়দানের মাঠকর্মীদের পাশে সিএবি, ইডেনের গ্যালারিতে অস্থায়ী আস্তানা
বিভিন্ন জায়গায় যশের মোকাবিলার করার জন্য সরকারি তরফে একাধিক ব্যবস্থা করা হয়েছে ৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার হাওড়ার মানুষের পাশে দাঁড়াতে সেফ হোম তৈরি করলেন মন্ত্রী অরূপ রায় ৷ রামকৃষ্ণ শিক্ষালয় স্কুলে তৈরি এই সেফ হোমে ঘূর্ণিঝড় যশে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষজনকে উদ্ধার করে এনে সেখানে রাখা হবে ৷ 250 শয্যার এই সেফ হোম খাবার ও পানীয় জলের ব্যবস্থাও করেছেন মধ্য হাওড়ার বিধায়ক ৷ করোনা পরিস্থিতিতে সেফ হোমগুলিতে সরকারি বিধিনিষেধের দিকেও নজর রাখা হচ্ছে ৷ পর্যাপ্ত পরিমাণ মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থাও রাখা হচ্ছে এই সেফ হোমে ৷