হাওড়া , 8 মে : যাবতীয় সরকারি স্বাস্থ্যবিধি মেনেই এবার হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে তৈরি হতে চলেছে সেফ হোম । দিনক্ষণ ঠিক না হলেও খুব শীঘ্রই চালু হবে এই সেফ হোম ।
রাজ্যে লাগামছাড়া করোনা সংক্রমণ ৷ তার উপর বেডের অভাব ৷ সেই অভাবেই রাশ টানতে এবার আগের বছরের ন্যায় , এ বছরও হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে তৈরি হতে চলেছে সেফ হোম ।
উল্লেখ্য , আগের বছর 150 টি বেডের কোয়ারান্টাইন সেন্টারে পরিণত করা হয়েছিল ডুমুরজলা স্টেডিয়ামকে ৷