হাওড়া, 27 অক্টোবর: বিশ্বকাপের প্রথম ম্যাচে পাক বোলারদের বেধড়ক ঠেঙিয়ে দেশবাসীকে আগাম দীপাবলি এনে দিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli) ৷ তাই বিরাটকে নিয়ে এবার ভাইফোঁটায় একটু অন্যভাবে ভেবেছে হাওড়ার এক রেস্তরাঁ ৷ ডুমুরজোলা স্টেডিয়ামের উলটোদিকের এই রেস্তরাঁয় ফোঁটা উপলক্ষ্যে দেদার বিকোল বিরাটের নামে থালি এবং মিষ্টি (A restaurant of Howrah serves special thali and sweet named after Virat Kohli on Bhai Dooj) ৷
শুধুই কি তাই? রেস্তরাঁ কর্তৃপক্ষ ডিজিটালি ভারতীয় ক্রিকেটারকে ভাইফোঁটা দেওয়ারও বিশেষ ব্যবস্থা করে দিয়েছে ৷ বিশ্বাস না-হলেও এটাই বাস্তব ৷ অনুরাগীরা এসে ফোঁটাও দিয়ে যাচ্ছেন গ্রহের অন্যতম সেরা ব্যাটারকে ৷ অভিনব এই উদ্যোগ সম্পর্কে রেস্তরাঁর কর্ণধার মানস রায় জানাচ্ছেন, প্রত্যেক বছরই আমরা ভাইফোঁটা উপলক্ষ্যে বিশেষ আয়োজন করে থাকি ৷ তবে এবছর 'বিরাট' পাওনা পাকিস্তানের বিরুদ্ধে জয় ৷