পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে এসে মৃত্যু নাবালিকার - bangladesh

বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে এসে মৃত্যু নাবালিকার

By

Published : Feb 20, 2019, 5:16 PM IST

ডোমকল, ২০ ফেব্রুয়ারি : ভারতে চিকিৎসা করাতে এসে মৃত্যু হল এক বাংলাদেশি নাবালিকার। মৃতের নাম রিমা আক্তার (৯)। সে বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার গোরোলা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন হৃদরোগের সমস্যায় ভুগছিল। গতকাল দুপুরে জ্ঞান হারিয়ে ফেলে রিমা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

রিমা আক্তার

কয়েকদিন আগে রিমার চিকিৎসার জন্য তার মা মেডিকেল ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসে। এখানে এসে তিনি ডোমকলে এক আত্মীয়ের বাড়িতে ওঠে। রিমাকে ১২ তারিখ প্রথমে মেদিনীপুরে চিকিৎসা জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা জানার জন্য পরীক্ষা করতে দেন চিকিৎসকরা। পরীক্ষার রিপোর্ট অনুয়ায়ী চিকিৎসকরা জানান রোগীর অবস্থা ভালো নয়।

এরপর রিমার পরিবারের সদস্যরা কল্যাণীর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। গতকাল দুপুরে জ্ঞান হারায় রিমা। তাকে ডোমকল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

ABOUT THE AUTHOR

...view details