পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছোটবেলার নোবেল ফিরে পাবেন, আশ্বাস পেয়ে হাওড়া ব্রিজ থেকে নামলেন মহিলা

তার নোবেল চুরি করেছে অমর্ত্য সেন। সেই নোবেল ফিরে পাবেন তিনি, আশ্বাস পেয়েই হাওড়া ব্রিজ থেকে নামলেন মহিলা। হাফ ছেড়ে বাঁচল পুলিশ ও দমকলকর্মীরা।

climbed on Howrah Bridge
হাওড়া ব্রিজে মানসিক ভারসাম্যহীন মহিলা৷

By

Published : Jun 8, 2020, 1:37 AM IST

হাওড়া, 7 জুন: লোকে সাধারণত বড়বেলায় নোবেল পায়, তিনি ছোটবেলাতেই পেয়েছিলেন৷ তার চেয়ে বড় কথা, তাঁর সেই নোবেল চুরি করেছে অমর্ত্য সেন৷ সেই নোবেল ফেরানোর দাবিতেই আজ হাওড়া ব্রিজে চড়ে বসেন গড়িয়ার ডলি ঘোষ৷ পরে পুলিশ ও দমকলের চেষ্টায় মহিলাকে নিচে নামানো হয়৷ তবে, নোবেল ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আশ্বাস পাওয়ার পরেই মানসিক ভারসাম্য়হীন ওই মহিলা ব্রিজের পিলার থেকে নামতে রাজি হন৷

জায়েন্ট পিলার বেয়ে হাওড়া ব্রিজে চড়ে বসার ঘটনা আগেও ঘটেছে ৷ অধিকাংশ ক্ষেত্রেই মানসিক ভারসাম্যহীন ব্য়ক্তিরা ব্রিজে উপরে বিপজ্জনকভাবে চড়ে বসেছেন৷ এছাড়াও ব্রিজের পিলার বেয়ে উঠে সেখান থেকে নদীতে ঝাপ দিয়ে আত্মহত্যার ঘটনাও ঘটেছে ৷ অন্যদিকে মানসিক ভারসাম্যহীনদের ব্রিজ থেকে নামাতে প্রত্যেকবারই বেদম অবস্থা হয়েছে পুলিশ ও দমকলকর্মীদের৷ রবিবার সন্ধেবেলায় তেমনই এক ঘটনার সাক্ষী থাকল প্রত্যক্ষদর্শীরা৷

এই দিন সন্ধে 6 টা নাগাদ এক মহিলা ব্রিজের 4 নম্বর পিলার বেয়ে বেশ খানিকটা উপরে উঠে পড়েন৷ হঠাৎই বিষয়টি নজরে আসে কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মী ও নিত্যযাত্রীদের। দ্রত খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থানে আসে দমকলের একটি ইঞ্জিন। পুলিশ ও দমকলের চেষ্টায় নামানো সম্ভব হয় মহিলাকে। তবে, সেতু থেকে নামার আগে মহিলা জানান, ছোটবেলায় তিনি নোবেল পেয়েছিলেন৷ সেই নোবেল চুরি করেছে অমর্ত্য সেন৷ এই বিষয়ে তিনি ইতিমধ্য়ে রাজ্যপালের কাছে অভিযোগও জানিয়েছেন৷ যদিও রাজ্যপাল কোনও ব্যবস্থা গ্রহণ করেনি৷ তারই প্রতিবাদে রবিবার সন্ধ্য়ায় হাওড়া ব্রিজে চড়ে বসেন তিনি৷ তাঁর নোবেল তাঁকে ফিরিয়ে না দিলে তিনি নিচে নামবেন না বলেও জানান৷ বলা বাহুল্য, এই বিষয়ে আশ্বাস দেন উদ্ধারকারী পুলিশ ও দমকলকর্মীরা৷ তারপরই ওই মহিলাকে নিচে নামানো সম্ভব হয়৷

ফের হাওড়া ব্রিজে চড়ে বসল এক মানসিক ভারসাম্যহীন৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানসিক ভারসাম্যহীন ওই মহিলার নাম ডলি ঘোষ। তিনি গড়িয়ার অশোকনগর এলাকার বাসিন্দা।

ABOUT THE AUTHOR

...view details