হাওড়া, 15 এপ্রিল : সম্পত্তি নিয়ে বিবাদের জেরে কাকিমা খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে । বুধবার রাতে ঘটনাটি ঘটে হাওড়ার সাঁকরাইলের নিমতলা দাসপাড়ায় । নিহত মহিলার নাম সুজাতা দাস ৷ অভিযোগ গতকাল রাতে অভিযুক্ত ভাস্কর দাস তার কাকিমার মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করে খুন করেছে ৷ অভিযুক্ত ভাস্করকে পুলিশ গ্রেফতার করেছে ৷
পুলিশ সূত্রে খবর, ভাস্কর দাস (28) প্রায়ই তার কাকা এবং কাকিমার সঙ্গে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে অশান্তি করত । বুধবার রাতে সুজাতা দাস (43) যখন বাড়িতে একা ছিলেন সেই সময় ভাস্কর দাস ঘরে ঢুকে তাঁকে ভারী কিছু গিয়ে মাথায় আঘাত করে। তারপরেই বিছানায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি । কিছুক্ষণ পর তাঁর স্বামী মুদির দোকান থেকে ফিরে দেখেন, তাঁর স্ত্রী রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন । ঘরের বিছানা এবং মেঝে রক্তে ভেসে যাচ্ছে । তিনি সঙ্গে সঙ্গে প্রতিবেশী এবং বাড়ির অন্যান্যদের খবর দেন ।