পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dengue Death in Howrah: ফের ডেঙ্গিতে মৃত্যু, এবার বলি এক ছ'মাসের শিশু

মন্ত্রীর প্রশাসনিক বৈঠকের 24 ঘণ্টার মধ্যেই হাওড়ার বালিতে ফের ডেঙ্গির (Dengue) বলি ৷ এবার ডেঙ্গিতে প্রাণ গেল এক ছ'মাসের শিশুর। সম্প্রতি হাওড়াতে এ নিয়ে চারজনের মৃত্যু হল ডেঙ্গিতে (Dengue Death in Howrah)।

Dengue Death in Howrah
ফের ডেঙ্গিতে মৃত্যু, এবার বলি এক ছ'মাসের শিশু

By

Published : Sep 8, 2022, 9:39 PM IST

হাওড়া, 8 সেপ্টেম্বর:গতকাল মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) বালির রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠকের 24 ঘণ্টা কাটতে না-কাটতেই ফের ডেঙ্গিতে (Dengue) মৃত্যুর ঘটনা ঘটল হাওড়া বেলুড় এলাকার জয় বিবি রোডে। এবারে ছয় মাসের এক শিশুর মৃত্যু হল। ডেঙ্গি আক্রান্ত ওই শিশুর চিকিৎসার জন্য তাঁকে চলতি মাসের 2 তারিখ ভর্তি করা হয় কলকাতা মেডিক্যাল (Kolkata Medical College) কলেজে। গতকাল রাতেই শিশুটির মৃত্যু হয় বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

বালির ওই এলাকায় গত 6 তারিখ উনত্রিশ বয়সি তৌসিফ সদরের মৃত্যু হয়েছিল ডেঙ্গিতে। সম্প্রতি হাওড়া নগর নিগম এলাকাতে ডেঙ্গিতে মোট চারজনের মৃত্যু হল। গতকাল বালি রবীন্দ্র ভবনে ডেঙ্গি নিয়ে বৈঠক করেছিলেন পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

ডেঙ্গিতে প্রাণ গেল এক ছ'মাসের শিশুর

মৃত শিশুর বাবা হলাম জারদানি জানান, 22 অগস্ট থেকে সর্দি-কাশি শুরু হয়। চিকিৎসকের পরামর্শে অক্সিজেন নেবুলাইজার দেওয়ার পর সুস্থ হয়ে ওঠে সে। এরপরে ফের খুব বেশি জ্বর আসার জন্য তিনদিন চিকিৎসকের ওষুধ খাওয়ানো হয়। তাঁর এক্স-রে করানোও হয়েছিল। রিপোর্ট ভালো আসার পর রক্ত পরীক্ষা করানো হয়। রিপোর্টে ডেঙ্গি ধরা পরে। এরপর চিকিৎসকের পরামর্শেই কলকাতায় সরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই চিকিৎসা চলছিল তার। গতকাল রাতে হাসপাতাল থেকে তাঁর বাচ্ছার মৃত্যুর খবর দেওয়া হয়।

ফের ডেঙ্গিতে মৃত্যু, এবার বলি এক ছ'মাসের শিশু

আরও পড়ুন:ফের ডেঙ্গিতে হাওড়ায় মৃত্যু এক যুবকের

তিনি আরও জানান, পৌরনিগম ঠিকমতো কাজ করলেও তাঁদের কাজে কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে। যার দরুণ এভাবেই ডেঙ্গিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে ৷ পাশাপাশি উত্তর হাওড়ার 14 ও 15 নম্বর ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি। এছাড়াও বালি ও হাওড়ার সংযুক্তস্থানের মধ্যে 1, 4, 5 নম্বর ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা বেশি। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 382 জন। যার মধ্যে গত এক সপ্তাহে 113 জন ডেঙ্গিতে নতুন করে আক্রান্ত হয়েছেন। হাওড়া পৌরনিগমের আক্রান্তের সংখ্যা জেলার ভিত্তিতে 36 শতাংশ বলেই সূত্রের খবর।

ABOUT THE AUTHOR

...view details