পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডোমজুড়ে বোমাবাজি, গ্রেফতার 8 - ডোমজুড়ে বোমাবাজি

দিন দুই আগে টোটো চালানোকে কেন্দ্র করে স্থানীয় সর্দার পাড়া ও রসিকল এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঝামেলা হয় । সেই ঝামেলা থেকেই আজ ফের নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায় । আটজনকে গ্রেফতার করেছে পুলিশ ।

8 held in a group clash and bombing at Domjur
8 held in a group clash and bombing at Domjur

By

Published : Mar 1, 2021, 8:15 PM IST

Updated : Mar 1, 2021, 9:28 PM IST

হাওড়া, 1 মার্চ : দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে ঝামেলা । চলল বোমাবাজিও । হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত বাঁকড়া এলাকায় আজ দুপুর দেড়টা নাগাদ গন্ডগোল বাধে । অশান্তির সূত্রপাত মূলত দুটি পাড়ার মধ্যে ঝামেলা থেকে । খবর পেয়ে ঘটনাস্থানে এসে আটজনকে গ্রেফতার করে পুলিশ । নামানো হয় র‌্যাফ ।

এলাকায় পুলিশি টহল চলছে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন দুই আগে টোটো চালানোকে কেন্দ্র করে স্থানীয় সর্দার পাড়া ও রসিকল এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঝামেলা হয় । সেই ঝামেলা থেকেই আজ ফের নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায় । মারপিট ও বোমাবাজির শুরু হতেই এলাকায় দোকানপাট বন্ধ করে দেন স্থানীয় ব্যবসায়ীরা ।

আরও পড়ুন : অনেক কাজ করেছেন, এমনিই প্রার্থী হওয়ার যোগ্য, দাবি নির্মল মাজির

উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে পুলিশ ও র‌্যাফ । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে পুলিশ পিকেট বসানো হয়েছে । গোটা এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে । এলাকায় পুলিশি টহল চলছে ।

Last Updated : Mar 1, 2021, 9:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details