হাওড়া, 18 ডিসেম্বর: আরপিএফের হাতে গ্রেফতার 7 বাংলাদেশী অনুপ্রবেশকারী ৷ রবিবার হাওড়া স্টেশনের ঘটনা ৷ গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশন এলাকায় অভিযান চালান আরপিএফ-সহ রেলের অপরাধ ও মাদক বিরোধী শাখার আধিকারিকরা ৷ এই যৌথ অভিযানে 7 বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে রেল পুলিশ । সেই সঙ্গে শেখ জাকির নামে এক দালালকেও গ্রেফতার করেছেন রেল সুরক্ষা বাহিনীর আধিকারিকরা । তার মদতেই এরা দেশে প্রবেশ করেছিল বলে অনুমান তদন্তকারীদের।
আরপিএফ সূত্রের খবর, আগে থেকেই খবর ছিল ট্রেনে করে বেশ কিছু বাংলাদেশী অনুপ্রবেশকারী ভারতে আসছে ৷ সেই মতোই আরপিএফ ও মাদক বিরোধী শাখার আধিকারিকরা অভিযান চালান ৷ সেই অভিযানেই 4জন পুরুষ ও 3 জন মহিলাকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতরা হল তানহা তানিয়া, মিনারা বেগম, ছলমা বেগম, হাকিম শেখ, কবির হুসেন, উসমান শেখ, মহম্মদ কৌশার ৷ শেখ জাকির নামে এক দালালের মারফত তাঁরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল ৷ ধৃতদের কাছ থেকে ভারতে প্রবেশের কোনও প্রমাণপত্র মেলনি ৷