হাওড়া, 24 জুন : হজ যাত্রার নামে হাওড়া স্টেশন চত্ত্বর থেকে উদ্ধার কয়েক লাখ নগদ টাকা ৷ ঘটনায় আজ সকালে আটক করা হয়েছে বছর তিরিশের এক যুবককে ৷ ওই যুবকের কাছে প্রয়োজনীয় নথি আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷ বাজেয়াপ্ত নগদ টাকা ইনকাম ট্যাক্স বিভাগের হাতে তুলে দিয়েছে রেল পুলিশ ৷
অমিত মাহাদানী নামে ওই যুবক আসানসোলের বাসিন্দা ৷ হাওড়ার জিআরপির নর্থ পোস্টের কমান্ডার এম ডি ভুটিয়া ও এএসআই ইউ এস রানা হাওড়া স্টেশনে পেট্রোলিং করছিলেন ৷ সেই সময় 5 নম্বর গেটের কাছে অমিতকে একটি ব্যাগ নিয়ে স্টেশনে ঢুকতে যাচ্ছিলেন ৷ স্ক্যানিংয়ের সময় আধিকারিকদের সন্দেহ হয় ৷ ব্যাগ খুলে চেক করতেই নগদ টাকা বেরিয়ে আসে ৷