পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

37th National Youth Day : বেলুড় মঠে পালিত হচ্ছে 37তম যুব দিবস, ভক্তদের জন্য বন্ধ দরজা

আজ স্বামী বিবেকানন্দের জন্মদিবস ৷ দেশজুড়ে এ দিন পালিত হয় যুব দিবস ৷ বেলুড় মঠেও চলছে উৎসব ৷ কিন্তু করোনা আবহে ভক্ত, দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে (37th National Youth Day) ৷

37 National Youth Day
বেলুড় মঠে পালিত হচ্ছে 37তম যুব দিবস

By

Published : Jan 12, 2022, 9:25 AM IST

Updated : Jan 12, 2022, 10:37 AM IST

বেলুড়, 12 জানুয়ারি : আজ স্বামী বিবেকানন্দের 159তম জন্মদিবস ৷ এদিন বেলুড় মঠে 'যুব দিবস' মহা সমারোহে পালিত হচ্ছে । যদিও মঠের ভিতরে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ রাখা হয়েছে (37th National Youth Day in Belur Math on Swami Vivekananda's Birthday) ।

এই বছর 37তম যুব উৎসব ৷ এর আগে 12 জানুয়ারি হাজার হাজার তরুণ, তরুণী বেলুড় মঠে ভিড় করত । এবার বিবেকানন্দ সভাগৃহে শুধুমাত্র মঠের সন্ন্যাসী ও আবাসিকদের উপস্থিতিতে অনুষ্ঠান হচ্ছে । আর এই অনুষ্ঠান জনসাধারণের জন্য ভার্চুয়াল মিডিয়ায় প্রচারিত হচ্ছে । বেলুড় মঠের নিজস্ব ইউটিউব চ্যানেল মারফত এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় ।

করোনা পূর্ববর্তী সময়ে মঠের মূল মন্দির সংলগ্ন মাঠে মঞ্চ করে অনুষ্ঠানের আয়োজন করা হত । সারা দিন ধরে সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলত । এ বছর সেই অনুষ্ঠানের সময় কমানো হয়েছে । বিদ্যামন্দিরের বিবেকানন্দ সভাগৃহে জাতীয় যুব দিবসে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করেছে সারদাপীঠ ।

দর্শনার্থী শূন্য বেলুড়মঠে পালিত হচ্ছে যুবদিবস

আরও পড়ুন : National Youth Day 2022 : স্বামীজির জন্মদিনে ধনকড়ের টুইট, পরামর্শ মমতাকে

রামকৃষ্ণ মিশন সারদাপীঠের তরফে জানানো হয়েছে, মিশনেরই বিদ্যামন্দির, শিক্ষণমন্দির, শিল্প বিদ্যালয়, শিক্ষামন্দির, জনশিক্ষা মন্দির থেকে নির্দিষ্ট কয়েক জন পড়ুয়াকে নিয়ে এসে সভাগৃহে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করানো হবে । দূরত্ব-বিধি মেনে আয়োজিত ওই অনুষ্ঠানে সর্বাধিক 50 জন উপস্থিত থাকবে ৷ এই অনুষ্ঠানে যুব সম্প্রদায়কে সম্বোধন করে বক্তব্য রাখেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ । এ ছাড়াও বৈদিক মন্ত্রোচ্চারণ, গান, বক্তৃতা, আবৃত্তি, ধর্মীয় সঙ্গীত, নৃত্য, নাটক পরিবেশিত হয় ।

সকাল সাড়ে 9টা থেকে শুরু করে সাড়ে 11টা পর্যন্ত হবে ওই অনুষ্ঠান । যা সরাসরি দেখা যাবে 'রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ' এবং 'সারদাপীঠ, রামকৃষ্ণ মিশন' এই দু'টি ইউটিউব চ্যানেলে । পাশাপাশি অনুষ্ঠানের লিঙ্ক দেওয়া হয়েছে www.belurmath.org এবং www.saradapith.org — এই দু’টি ওয়েবসাইটে ।

উল্লেখ্য, লকডাউন শুরু থেকে বেলুড় মঠ সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয় । মাঝে ক'দিনের জন্য খোলা হলেও ফের 2 অগস্ট থেকে বেলুড় মঠে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষেধ । সূত্রের খবর, আগামী 26 জানুয়ারি পর্যন্ত বেলুড় মঠে ভক্ত এবং দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে । পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আগামী 20 জানুয়ারি বৈঠক করে সিদ্ধান্ত নেবেন মঠ কর্তৃপক্ষ ।

Last Updated : Jan 12, 2022, 10:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details