পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাওড়া স্টেশন থেকে উদ্ধার 36 কেজি রুপোর বাট, গ্রেপ্তার 2; পরে জামিন

হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল প্রায় 24 লাখ টাকা মূল্যের 36 কেজি রুপোর বাট ৷ দুইজনকে গ্রেপ্তার করে হাওড়া রেলপুলিশ ৷

হাওড়া স্টেশন চত্বর থেকে উদ্ধার রূপোর বাট
হাওড়া স্টেশন চত্বর থেকে উদ্ধার রূপোর বাট

By

Published : Feb 11, 2021, 10:53 AM IST

হাওড়া, 11 জানুয়ারি : হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল 36 কেজি রুপোর বাঁট ৷ যার আনুমানিক মূল্য 24 লাখ টাকা ৷ ঘটনায় হাওড়া রেলপুলিশ গ্রেপ্তার করে দুই পাচারকারীকে ৷

দেশে বেআইনি পথে সোনা-রুপো পাচারের জন্য রোজই নিত্যনতুন পন্থা অবলম্বন করে চলেছে পাচারকারীরা ৷ যদিও হাওড়া রেলপুলিশের তৎপরতায় পাচারকারীদের এই উদ্দেশ্য সফল হয়নি ৷

আরও পড়ুন:তীব্র ভূমিকম্প, অস্ট্রেলিয়া-নিউজ়িল্য়ান্ডে সুনামির সতর্কতা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাহাবাদ থেকে ডাউন দিল্লি-হাওড়া ভায়া এলাহাবাদ রাজধানী এক্সপ্রেসে প্রায় 36 কেজি সোনা নিয়ে আসছিল দুই পাচারকারী ৷ ধৃতদের মধ্যে সত্যব্রত ঘোষের বাড়ি উত্তর 24 পরগনার দমদমে ৷ সুব্রত হাজরার বাড়ি কলকাতার লালবাজার এলাকায় ৷

ধৃতদের গ্রেপ্তার করে হাওড়া রেলপুলিশ ৷ গতকাল দুই অভিযুক্তকে হাওড়া আদালতে পেশ করে জিআরপি ৷ তাদের কাছ থেকে 24 লাখ টাকা উদ্ধার করা গেলেও কোনও বৈধ কাগজপত্র ছিল না ৷ পরবর্তীকালে তারা এধরনের কাজ করবে না জানালে, আদালত তাদের জামিন মঞ্জুর করে ৷ যদিও তদন্ত জারি রাখার নির্দেশ দিয়েছে আদালত ৷

প্রসঙ্গত, কিছুদিন আগে হাওড়া স্টেশন থেকেই উদ্ধার হয়েছিল সোনার বাঁট ৷ পাচারকারীদের বাড়বাড়ন্তে কপালে ভাঁজ পড়েছে পুলিশ আধিকারিকদের ৷

ABOUT THE AUTHOR

...view details