হাওড়া, 27 মে : আজ হাওড়ায় আসার কথা ছিল 30টি "শ্রমিক স্পেশাল" ট্রেনের । কিন্তু স্টেশনে ঢোকার আগেই সেগুলিকে ঘুরিয়ে দেওয়া হয় । হাওড়ার পরিবর্তে ডানকুনি, বর্ধমান, মালদা ও নিউ জলপাইগুড়ি স্টেশনে যাবে ট্রেনগুলি । এই ট্রেনগুলি মহারাষ্ট্র থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসছিল বলে খবর ।
হাওড়ার পরিবর্তে ডানকুনি-বর্ধমান-মালদা হয়ে NJP যাবে 30টি "শ্রমিক স্পেশাল" - কোরোনা পরিস্থিতি
মহারাষ্ট্র থেকে 30টি "শ্রমিক স্পেশাল" ট্রেন হাওড়ায় আসার কথা ছিল । প্রশ্ন উঠেছিল, হাওড়া স্টেশনে একসঙ্গে এতজন পরিযায়ী শ্রমিক এলে কীভাবে তাঁদের বাড়ি পাঠানো সম্ভব হবে । তারপরই রাজ্য সরকারের তরফে ট্রেনগুলি ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ।
![হাওড়ার পরিবর্তে ডানকুনি-বর্ধমান-মালদা হয়ে NJP যাবে 30টি "শ্রমিক স্পেশাল" শ্রমিক স্পেশাল](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7370859-270-7370859-1590586498404.jpg)
হাওড়া ডিভিশনের DRM ইশাক খান জানান, রাজ্য সরকারের নির্দেশ মতোই ট্রেনগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে । খড়গপুর হয়ে আসা ট্রেনগুলি ডানকুনি, মালদা হয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত যাবে ।
মহারাষ্ট্র থেকে 30টি "শ্রমিক স্পেশাল" ট্রেন হাওড়ায় আসার কথা ছিল । সেই মতো 14, 17, 18, 19, 20, 21 ও 22 এই সাতটি প্ল্যাটফর্মকে প্রস্তুতও রাখা হয়েছিল । কিন্তু প্রশ্ন উঠেছিল, হাওড়া স্টেশনে একসঙ্গে এতজন পরিযায়ী শ্রমিক এলে কীভাবে তাঁদের বাড়ি পাঠানো সম্ভব হবে । তারপরই রাজ্য সরকারের তরফে ট্রেনগুলিকে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ।