হাওড়া, 10 জুলাই : ঘূর্ণিঝড় আমফানের ক্ষতিপূরণের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে আসতেই হাওড়ার তিন নেতাকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস । সেইসঙ্গে আরও দুই নেতাকে শোকজ় করা হয়েছে।
আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতি, সাসপেন্ড হাওড়ার 3 তৃণমূল নেতা - Corruption over Amphan compensation money
নন্দীগ্রামের পর এবার হাওড়া । আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগে তিন দলীয় নেতাকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস ।
যে তিন নেতাকে সাসপেন্ড করা হয়েছে তাঁরা হলেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ন্ত ঘোষ, জগৎবল্লভপুরের পাতিহাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বেচারাম বোস এবং উত্তর ঝাপরদহ পঞ্চায়েত উপপ্রধানের স্বামী তথা তৃণমূল নেতা সুমন ঘোষাল। এরা ছাড়াও বড়গাছিয়া দু'নম্বর পঞ্চায়েতের প্রধান শবনম সুলতানা ও জগৎবল্লভপুর এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান শেখ নুর হোসেন সহ দু'জনকে দলের তরফে শোকজ় করা হয়েছে ৷
আজ সাংবাদিক বৈঠকে হাওড়া জেলা সদরের তৃণমূল সভাপতি অরূপ রায় জানান, "দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত থাকায় এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই নেতা-কর্মীদের দল থেকে সাসপেন্ড সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা যে যে পদে রয়েছেন সেই পদ থেকে তাঁদের অবিলম্বে পদত্যাগ করার কথাও বলা হয়েছে।" না করলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ।