হাওড়া, 8 মে :রবিবার হাওড়ার 6 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। পাশাপাশি ওই একই জাতীয় সড়কে আরও এক পথ দুর্ঘটনাতে মৃত্যু হয়েছে এক দম্পতির (Road Accident in Howrah) ৷ আর এই মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল হাওড়ার পাকুরিয়া এলাকায়। সার্ভিস রোডের পার্কিংকে ঘিরে এদিন ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার বাসিন্দারা ।
এদিন সাইকেল চালিয়ে আসার সময় জাতীয় সড়কের পাকুড়িয়া এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হয় বাপি মণ্ডলের । এরপর উত্তেজিত এলাকার মানুষ রাস্তার ধারে থাকা বেআইনি মদের ঠেক ভাঙচুর করে । তাঁদের অভিযোগ এইসব মদের ঠেক থেকে নেশা করে বেরোনোর সময় গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটে প্রায়শই । পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি । এদিন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুর থানার পুলিশ । মৃত যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘাতক লরিটি আটক করা হলেও লরির চালক এখন পলাতক । তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।
অন্যদিকে বোনের বাড়ি যাওয়ার পথে আরও এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক দম্পতির । বাইকে করে যাওয়ার সময় ওই 6 নম্বর জাতীয় সড়কের রিফিল পেট্রল পাম্প সংলগ্ন রাস্তায় তাঁদের পিষে দেয় একটি ডাম্পার । মৃত দম্পতির নাম চন্দন রায় এবং সন্তর্শি রায় । তাঁরা বালির নিশ্চিন্দা থানা এলাকার বসুকাটির বাসিন্দা । স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ।