ডুমুরজলা, 4 জুলাই : ডুমুরজলা স্টেডিয়ামের কাছে পার্কিং লটে দাঁড়িয়ে থাকা বাসে আচমকাই লাগল আগুন ৷ দাউ দাউ করে জ্বলল তিনটি বাস ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন ও চ্যাটার্জিহাট থানার পুলিশ ৷
ঘটনায় দুটি স্কুল বাস ও একটি মিনিবাস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় । আজ বিকেলে ঘটনাটি ঘটেছে ডুমুরজলা ময়দান সংলগ্ন পার্কিং জোনে । এই পার্কিং জোনে সাধারণত স্কুল বাস, মিনি বাস ও অন্যান্য গাড়ি রাখা হয় । আজ কমপক্ষে 20টি গাড়ি ছিল ।
ডুমুরজলায় পার্কিং লটে ভস্মীভূত 3টি বাস বিকেল সাড়ে চারটে নাগাদ একটি স্কুল বাস থেকে ধোঁয়া বেরোতে দেখেন পথচলতি মানুষজন । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল ও পুলিশে । দমকলের দুটি ইঞ্জিনের প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এলেও তিনটি বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে ।
আরও পড়ুন :করোনা আবহে বাজার মন্দা, নিউ নর্ম্যালে স্ট্র্যাটেজি বদল প্রকাশকদের
কীভাবে আগুন লেগেছে তার কারণ এখনও স্পষ্ট নয় ৷ তবে চক্রান্ত করে কেউ আগুন লাগিয়ে দিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে । কারণ পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা বাসে এরকম হঠাৎ আগুন লেগে যাওয়া সম্ভব নয় । গোটা ঘটনা খতিয়ে দেখছে দমকল ও চ্যাটার্জিহাট থানার পুলিশ ।