পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জগাছা কাণ্ডে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার 3

আজ জগাছা থানার পুলিশ মনোজ, রাজু ও আবিদ নামে তিনজনকে গ্রেপ্তার করে । শংকরের সন্ধানে এদের নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয় । গতকাল ইছাপুর এলাকায় সুনীল ভৌমিক নামে এক লোহার ব্যবসায়ীকে গুলি করে শংকর ও তার দলবল । পালাবার সময় মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক ব্যক্তির থেকে বাইক ছিনতাই করে এই দুষ্কৃতীরা ।

জগাছা কাণ্ডে গ্রেপ্তার 3
জগাছা কাণ্ডে গ্রেপ্তার 3

By

Published : Aug 26, 2020, 10:06 PM IST

জগাছা, 26 অগাস্ট : জগাছা কাণ্ডে 24 ঘণ্টা কাটতে না কাটতেই সাফল্য পেলো হাওড়া সিটি পুলিশ । গতকাল জগাছা কাণ্ডে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয় ৷ যদিও মূল অভিযুক্ত শংকর এখনও ফেরার ।

আজ জগাছা থানার পুলিশ মনোজ, রাজু ও আবিদ নামে তিনজনকে গ্রেপ্তার করে । শংকরের সন্ধানে এদের নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয় । গতকাল ইছাপুর এলাকায় সুনীল ভৌমিক নামে এক লোহার ব্যবসায়ীকে গুলি করে শংকর ও তার দলবল । পালাবার সময় মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক ব্যক্তির থেকে বাইক ছিনতাই করে এই দুষ্কৃতীরা । কিছুদিন আগে এদের দলের দীনেশ নামে এক দুষ্কৃতী গুলিবিদ্ধ হয় । আশঙ্কাজনক অবস্থায় সে এখন হাসপাতালে চিকিৎসাধীন । ধৃতেরা পুলিশকে জানায় যে দীনেশের চিকিৎসার জন্য টাকা জোগার করছিল তারা ।

প্রসঙ্গত গতকাল সুনীল ভৌমিক নামে এক ব্যবসায়ীকে তার গোলার মধ্যেই গুলি চালায় দুষ্কৃতীরা । আশঙ্কাজনক অবস্থায় তাকে হাওড়া জেলা হাসপাতালে তাকে ভরতি করা হয় । টাকা আদায়ের জন্যই তাকে গুলি চালায় বলে জানা গেছে । এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ওই এলাকায় শ্রীকান্ত গায়েন নামে এক ব্যক্তির বাইক ছিনতাই হয় । মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাইক ছিনিয়ে নিয়ে পালায় দুই দুষ্কৃতীরা । বাইক করে পালাবার পর দুই দুষ্কৃতীর ছবি পাওয়া যায় CCTV তে । অনুমান করা হয় ব্যবসায়ীকে গুলি চালাবার পর বাইক ছিনতাই করে ওই দুষ্কৃতীরা ।

অন্যদিকে এলাকার আর এক ব্যবসায়ীকে টাকা চেয়ে হুমকি দেওয়া হয় । একসময় এই এলাকায় ছাঁট লোহা নিয়ে প্রায় গোলমাল লেগে থাকত । চলত গুলি বোমাবাজি । কয়েকবছর তা বন্ধ থাকলেও ফের শুরু হয়েছে তোলাবাজি । বাবরি ব্যবসায়ী ও প্রমোটারদের থেকে তোলা চেয়ে আসছে হুমকি । স্বাভাবিকভাবে ছড়িয়েছে আতঙ্ক । ঘটনায় শংকর নামে এক দুষ্কৃতীর নাম উঠে আসছে । জেল থেকে ছাড়া পাবার পর আলাদা দল গড়ে এলাকায় অপরাধ চালাচ্ছে এই দুষ্কৃতীরা । এই ঘটনার সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেপ্তার করে তাদের থেকে ঘটনার সমস্ত তথ্য জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা ।

ABOUT THE AUTHOR

...view details