পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শ্রীরামপুরে দুর্ঘটনার জেরে বাতিল 22টি ট্রেন, যাত্রীরা দুর্ভোগে - train accident

হাওড়া থেকে 22 টি ট্রেন বাতিল হয়েছে। কিছু ট্রেন দেরিতে চলছে। এখনও ডাউন লাইনে মেরামতির কাজ চলছে।

হাওড়া স্টেশন

By

Published : Apr 6, 2019, 10:53 PM IST

হাওড়া, 6 এপ্রিল : শ্রীরামপুরের কাছে ট্রেন দুর্ঘটনার জেরে ব্যাহত হাওড়া থেকে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, একাধিক ট্রেন দেরিতে চলছে। 22 টি ট্রেন বাতিল হয়েছে।

আজ সন্ধেবেলা হাওড়া-শেওড়াফুলি লোকাল শ্রীরামপুর স্টেশনে ঢোকার মুখে ইন্সপেকশন কারে ধাক্কা মারে। ঘটনায় আহত হয় 9 জন। হাওড়ার DRM ও ADRM-এর তত্ত্বাবধানে দ্রুত উদ্ধার কাজ ও ডাউন লাইনে মেরামতির কাজ শুরু হয়। মেরামতির জন্য শ্রীরামপুর স্টেশনের ডাউন লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
পূর্ব রেল সূত্রে খবর, আপ ও ডাউন মিলিয়ে 22 টি ট্রেন বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যান্ডেল লোকাল, বেলুড় মঠ লোকাল, তারকেশ্বর লোকাল ইত্যাদি।

ট্রেন বাতিলের জেরে হাওড়া স্টেশনে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। প্রায় হাজারখানেক যাত্রী আটকে পড়েছেন স্টেশনে। ডাউন লাইনে ট্রেনগুলি না আসার জন্য রেক কম পড়ছে। ফলে আপ লাইনে ট্রেন চালাতেও সমস্যা হচ্ছে। এখনও ডাউন লাইনে কাজ হচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details