হাওড়া, 14 মার্চ : সামনে ভোট । আর তার আগে হাওড়ায় উদ্ধার হল 99 টি তাজা কার্তুজ । ঘটনায় গ্রেফতার 2 । হাওড়া স্টেশন চত্ত্বর থেকে উদ্ধার হয় প্রচুর নাইন এম এম পিস্তলের গুলি । ধৃতদের 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক ।
চলতি মাসের 3 তারিখে উদ্ধার হয় নাইন এম এম পিস্তলের 99 টি কার্তুজ । কুরিয়ার মাধ্যমে পাঠানো হচ্ছিল । কুরিয়ার প্যাকেটে থাকা ঠিকানায় রয়েছে লুধিয়ানার বাসিন্দা রবি দীপ সিং ওয়ালিয়া নামে এক ব্যক্তির নাম । পাঠানো হচ্ছিল ঔরঙ্গাবাদের বাসিন্দা পিন্টু শর্মার কাছে ।
হাওড়ার জিআরপির তরফে জিজ্ঞাসাবাদ চলে দুজনের । পুলিশ জানিয়েছে, বন্দুক ও গুলি বিক্রির লাইসেন্স প্রাপ্ত ব্যবসা করেন রবি দীপ সিং ওয়ালিয়া ও পিন্টু শর্মা । রবি দীপ সিং যে কার্তুজ পাঠিয়েছিলেন তা পুলিশ এবং সেনাবাহিনী ব্যবহার করতে পারে ।