হাওড়া, 24 মার্চ:হাওড়া স্টেশনে আরপিএফের জালে দুই বাংলাদেশি মহিলা (Illegal Migrant Arrested from howrah station)। বৃহস্পতিবার দুই অভিযুক্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযুক্ত দুই অনুপ্রবেশকারীর কাছে কোনওরকম বৈধ কাগজ পত্র পায়নি রেল পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
হাওড়া স্টেশনে কর্তব্যরত আরপিএফ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে দু’জন মহিলা হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের মধ্যে ঘোরাঘুরি করছিলেন । তাঁদের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় স্টেশনে কর্তব্যরত আরপিএফ আধিকারিকরা তাঁদের জিজ্ঞাসাবাদ করেন । তাঁদের পরিচয় জানতে চান। আরপিএফের জিজ্ঞাসাবাদে তাঁদের নাম জানা গিয়েছে ৷ দুই অনুুপ্রবেশকারী রানু বেগম (28) ও প্রিয়া খাতুন (26) । তাঁরা এও জানান তাঁদের দু’জনের বাড়ি বাংলাদেশের খুলনায় । যদিও এই দেশে প্রবেশ করার বৈধ পাসপোর্ট, ভিসা বা অন্য কোনও নথি আরপিএফকে দেখাতে পারেনি ওই দুই মহিলা । তাঁদের কাছে উদ্ধার হয় বেশ কিছু বাংলাদেশি টাকা ।
তাঁদের জিজ্ঞাসাবাদ করেই পুলিশ জানতে পারে, দুই মহিলা এক বাংলাদেশি দালালের সহযোগিতায় ভারত-বাংলাদেশের মালদা সীমান্তে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করে । এরপর ওই দুই জন মহিলাকে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয় । তাঁদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা রুজু করা হয়েছে । ধৃতদের শুক্রবার হাওড়া আদালতে তোলা হবে বলেই আরপিএফ সূত্রে জানা গিয়েছে । নগদ অর্থ, সোনা রুপা ও অন্যান্য সামগ্রীর পর এবার অনুপ্রবেশকারী দুই মহিলাকে গ্রেফতারের ঘটনায় যথেষ্টই চিন্তার ভাঁজ পড়েছে আরপিএফ অধিকারিকদের কপালে ।
আরও পড়ুন:হাওড়া স্টেশনে যাত্রীর ব্যাগে মিলল নগদ 40 লক্ষ টাকা, গ্রেফতার অভিযুক্ত
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষে এই হাওড়া স্টেশন থেকেই প্রায় 40 লক্ষ টাকা উদ্ধার হয়েছে ৷ এই ঘটনায় যুক্ত থাকায় অভিযোগকে এক যাত্রীকেও গ্রেফতার করা হয়েছিল ৷ ঘটনায় অভিযুক্ত নীরজ কুমার বিহারের বাসিন্দা ছিলেন ৷ 40 লক্ষ টাকা নিয়ে তিনি কোথায় যাচ্ছিলেন বা কোথা থেকে পেলেন সেই প্রসঙ্গে সন্তোষজনক উত্তর না পেয়ে পুলিশ নীরজকে গ্রেফকার করে ৷ উদ্ধার হওয়া অর্থ আয় কর দফতরের হাতে তুলে দেয় পুলিশ ৷ এবার বাংলাদেশের দুই মহিলা গ্রেফতার হলেন হাওড়া স্টেশন থেকে ।