নিশ্চিন্দা, 7 অগস্ট : ভুয়ো আইপিএস অফিসারের পরিচয়ে বিভিন্ন মানুষকে প্রতারণার অভিযোগ । নিশ্চিন্দা থানা এলাকার পূর্ব সাপুই পাড়া থেকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় অঙ্কিত সিং নামে 18 বছরের এক যুবককে । অঙ্কিত উত্তরপাড়ার এক ইংরেজি মাধ্যমের স্কুলে দ্বাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র ।
নিম্ন মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে । বাবা হাওড়া সবজি বাজারে ডেলিভারি এজেন্টের কাজ করে । মা গৃহবধূ । তিনি সংসার চালানোর জন্য সেলাইয়ের কাজ করেন । ছোট ভাই পড়াশুনা করে । অঙ্কিতের গ্রেফতারির খবরে বিস্মিত প্রতিবেশীরা । এলাকায় ভাল ছেলে বলেই জানেন অঙ্কিতকে । ধৃতের মায়ের দাবি, তিনি এই বিষয়ে কিছু জানেন না । বরং তাঁর ছেলেকে ফাঁসানো হয়েছে বলেই দাবি করেছেন তিনি ।