কলকাতা, 31 মার্চ: রামনবমীর মিছিল চলাকালীন বৃহস্পতিবার হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনায় ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তোলপাড় হতে শুরু হয়েছে । ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার পাশাপাশি, এলাকায় দ্রুত শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরে আনতে তৎপর হয়েছে পুলিশ-প্রশাসন ৷ আর এই অবস্থায় হাওড়া শহরে অতীতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং হাওড়ার ভৌগোলিক জ্ঞান রয়েছে এমন 11 জন আইপিএস আধিকারিক ইতিমধ্যেই এখানকার আইন-শৃঙ্খলার দায়িত্ব নিয়েছেন ।
এই আধিকারিকদের মধ্যে রয়েছেন 1992 সালের আইপিএস বর্তমানে রাজ্য পুলিশের আইজি সাউথ বেঙ্গল সিদ্ধিনাথ গুপ্তা । রয়েছেন 1998 ব্যাচের আইপিএস মনোজ ভর্মা, যিনি বর্তমানে রাজ্য পুলিশের এডিজি এবং আইজিপি (আইবি) ৷ এছাড়াও রয়েছেন রাজ্য পুলিশের আইজি (এসটিএফ) নিশাত পারভেজ, হাওড়ার বর্তমান নগরপাল প্রবীণকুমার ত্রিপাঠী ৷ রয়েছেন 2008 সালের আইপিএস ও বর্তমানে ডিআইজি (মুর্শিদাবাদ রেঞ্জ) রশিদ মুনির খান । তাঁদের সঙ্গে রয়েছেন হাওড়ার গ্রামীণ পুলিশ সুপার ও 2013 সালের আইপিএস সাথী ভাঙ্গালিয়া ও অতিরিক্ত আইপিএস মর্যাদার রাজ্য পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক ৷