পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মদের ঠেকে বচসার জেরে ব্যক্তিকে পিটিয়ে খুন - liqueur shop

মদের ঠেকে নিজেদের মধ্যে বচসার জেরে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হয় রবীন খদ্দারকে ৷ গতকাল রাতে মদ্যপান করার সময় দুই বন্ধুর মধ্যে বচসা বাধে । বচসা পরিণত হয় হাতাহাতিতে । তারপর বাঁশ নিয়ে একে অপরের উপর চড়াও হয় । ওই বাঁশের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রবীন খদ্দারের ।

মদের ঠেকে বচসায় জেরে পিটিয়ে খুন 1 ব্যক্তি, ধৃত 1
মদের ঠেকে বচসায় জেরে পিটিয়ে খুন 1 ব্যক্তি, ধৃত 1

By

Published : Jun 2, 2021, 7:28 PM IST

হাওড়া, 2 জুন : মদের ঠেকে বচসার জেরে খুন হতে হল এক ব্যক্তিকে ৷ ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুরের আন্টিলাপাড়ায় । মৃতের নাম রবীন খদ্দার ।

স্থানীয় সূত্রের খবর, মদের ঠেকে নিজেদের মধ্যে বচসার জেরে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হয় রবীন খদ্দারকে ৷ গতকাল রাতে মদ্যপান করার সময় দুই বন্ধুর মধ্যে বচসা বাধে । বচসা পরিণত হয় হাতাহাতিতে । তারপর বাঁশ নিয়ে একে অপরের উপর চড়াও হয় । ওই বাঁশের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রবীন খদ্দারের ।

খরব পেয়ে ঘটনাস্থলে আসে শ্যামপুর থানার পুলিশ ৷ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে ৷

ঘটনা প্রসঙ্গে মৃত রবীন খদ্দারের ছেলে গোপাল খদ্দার জানিয়েছেন, তাঁর বাবা মাঝে মাঝে মদের ঠেকে যেতেন । গতকালও গিয়েছিলেন । তিনি বাড়িতে ছিলেন । এই ঘটনার কথা কিছুই জানতেন না । মদের ঠেক থেকে কয়েকজনের মাধ্যমে তিনি ঘটনার কথা জানতে পারেন । তিনি ওখানে পৌঁছনোর আগেই পুলিশ তার বাবার মৃতদেহ নিয়ে চলে আসে ।

আরও পড়ুন :পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর ছাড়া মিলবে না টিকা, হুলুস্থূল পাঁচলায়

গোপাল খদ্দারের কথায়, কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেই বিষয়ে তিনি স্পষ্ট না হলেও পুলিশ কয়েকজনকে আটক করেছে । মৃতদেহের ময়নাতদন্ত হলে গোটা ঘটনাটি জানতে পারবেন বলেই তিনি দাবি করেন । তারপরেই থানাতে আইনত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details