পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cash Recovery: হাওড়া স্টেশনে লক্ষাধিক নগদ টাকা-সহ গ্রেফতার 1 - Cash Recovery

দু'দিনের মধ্যেই ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার লক্ষাধিক টাকা(Cash Recovery)৷ গ্রেফতার উত্তরপ্রদেশের এক বাসিন্দা ৷

Etv Bharat
উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকা

By

Published : Nov 18, 2022, 9:25 PM IST

হাওড়া, 18 নভেম্বর: হাওড়া স্টেশনের পুরাতন কমপ্লেক্সের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে শুক্রবার উদ্ধার হল নগদ 32 লক্ষ 20 হাজার টাকা( 1 Arrested With Lakhs of Cash)। উত্তরপ্রদেশের লোহাদি কালান থানা এলাকার বাসিন্দা রাজকুমার বিন্দ নামের এক ব্যক্তির থেকে উদ্ধার হয় এই বিপুল অঙ্কের নগদ টাকা ।

শুক্রবার সকাল 6টা 20 নাগাদ বিশেষ অভিযানে এই অর্থ উদ্ধার করে আরপিএফ ৷ ধৃত ব্যক্তি বৃহস্পতিবার 22308 মির্জাপুর-হাওড়া এক্সপ্রেসে ওঠেন । ওই ব্যক্তিকে জেরা করার সময় বিপুল পরিমাণ অর্থ নিয়ে তিনি কোথায় যাচ্ছিলেন ও এই নগদ অর্থের কোনও প্রামাণ্য নথি দেখাতে পারেননি । এরপর আরপিএফ থেকে তাঁকে আয়কর বিভাগের অধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় । তাঁরাও ধৃত ব্যক্তিকে জেরা করে উদ্ধার হওয়া অর্থের উৎস জানার চেষ্টা চালাচ্ছে বলেই সূত্রের খবর ৷

উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকা

তবে তদন্তকারী আধিকারিকদের প্রাথমিক অনুমান, এই বিপুল টাকা হাওলার অর্থ হতে পারে । তবে এখনও এই বিষয়ে প্রকাশ্যে কিছু জানাতে চাননি আয়কর আধিকারিকরা । তবে এদিন বিপুল নগদ টাকা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় হাওড়া স্টেশনে উপস্থিত যাত্রীদের মধ্যে ।

প্রসঙ্গত, দু'দিন আগে অর্থাৎ 16 নভেম্বর সোনা-রূপার গয়না ও নগদ অর্থ-সহ ধরা পরে এক ব্যক্তি । তবে শেষ ছ'মাসের মধ্যে ক্রমাগত হাওড়া স্টেশন থেকে বিভিন্ন ঘটনায় প্রায় কোটি টাকার মতো নগদ অর্থ উদ্ধার হয়েছে । পাশাপাশি হাওলা ও বেআইনি অর্থ পাচার করার জন্য রেলের নেটওয়ার্ককে বারবার ব্যাবহার করা হচ্ছে এটা দেখে যথেষ্ট সতর্ক রেলের আরপিএফ ও অন্যান্য সুরক্ষা কর্মীরা ।

আরও পড়ুন :হাওড়া স্টেশনে উদ্ধার লক্ষ লক্ষ টাকা-সোনার গয়না !

ABOUT THE AUTHOR

...view details