হাওড়া, 18 নভেম্বর: হাওড়া স্টেশনের পুরাতন কমপ্লেক্সের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে শুক্রবার উদ্ধার হল নগদ 32 লক্ষ 20 হাজার টাকা( 1 Arrested With Lakhs of Cash)। উত্তরপ্রদেশের লোহাদি কালান থানা এলাকার বাসিন্দা রাজকুমার বিন্দ নামের এক ব্যক্তির থেকে উদ্ধার হয় এই বিপুল অঙ্কের নগদ টাকা ।
শুক্রবার সকাল 6টা 20 নাগাদ বিশেষ অভিযানে এই অর্থ উদ্ধার করে আরপিএফ ৷ ধৃত ব্যক্তি বৃহস্পতিবার 22308 মির্জাপুর-হাওড়া এক্সপ্রেসে ওঠেন । ওই ব্যক্তিকে জেরা করার সময় বিপুল পরিমাণ অর্থ নিয়ে তিনি কোথায় যাচ্ছিলেন ও এই নগদ অর্থের কোনও প্রামাণ্য নথি দেখাতে পারেননি । এরপর আরপিএফ থেকে তাঁকে আয়কর বিভাগের অধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় । তাঁরাও ধৃত ব্যক্তিকে জেরা করে উদ্ধার হওয়া অর্থের উৎস জানার চেষ্টা চালাচ্ছে বলেই সূত্রের খবর ৷