চুঁচুড়া (হুগলি), 28 এপ্রিল :তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বচসা থেকে মারধরের অভিযোগ উঠল হুগলির চুঁচুড়ায় (Youth TMC Leader Allegedly Beaten at Chinsurah due to Inner Clash) ৷ বুধবার রাতে ঘটনাটি চুঁচুড়ার 6 নম্বর ওয়ার্ডের বালির মোড় সংলগ্ন এলাকায় ঘটে বলে অভিযোগ ৷ এই নিয়ে অভিযোগ দায়ের হয়েছে চুঁচুড়া থানায় ৷
স্থানীয় একটি সূত্রে জানা গিয়েছে, বিধায়ক ও কাউন্সিলরের দুই গোষ্ঠীর গোলমালের জেরে এই ঘটনা ঘটে (TMC Inner Clash at Chinsurah) ৷ চুঁচুড়ার বিধায়ক তৃণমূলের অসিত মজুমদার ও ওই ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু বিশ্বাস ৷ স্থানীয়দের দাবি, পৌরসভা ভোটের পর অসিত মজুমদার ও কাউন্সিলর ঝন্টু বিশ্বাসের মধ্যে মতবিরোধ তৈরি হয় । এর মধ্যে নেতাদের সঙ্গে দূরত্ব বেড়েছে বিধায়কের । ওই ওয়ার্ডের যুব থেকে অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন বিধায়ক ঘনিষ্ঠ নেতারাই । তাতে তৃণমূলের মধ্যে আরও বেড়েছে মতবিরোধ । সেই থেকেই গোলমাল বলে অভিযোগ ৷
বুধবার রাতে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কর্মীদের দু’টি পক্ষ জড়িয়ে পড়েন বচসায় ৷ এমনকি সেই বচসা থেকে হাতাহাতিও হয় । অভিযোগ, তৃণমূলের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু বিশ্বাস পার্টি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC Chairperson Mamata Banerjee) নামে কুৎসা করে তৃণমূলেরই কয়েকজন । তার প্রতিবাদ করতে গিয়ে বিধায়ক অসিত মজুমদার ঘনিষ্ঠ প্রেমজিৎ সাহার সঙ্গে বচসা শুরু হয় । চলে হাতাহাতি ও মারধর । ওই তৃণমূল কর্মীর জামা ছিঁড়ে দেওয়া হয় । বর্তমানে তিনি চুঁচুড়া হাসপাতালে ভর্তি ।
তবে ঝন্টুর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসার করার জন্য প্রতিবাদ করতে গিয়ে জামা ছিঁড়ে যায় । ওই কর্মীকে কোনও মারধর করা হয়নি । অন্যদিকে অসিত মজুমদার (TMC MLA Asit Majumder) ঘনিষ্ঠ প্রেমজিৎ বলেন, ‘‘আমরা ওয়ার্ডে মুখ্যমন্ত্রীর প্রকল্প নিয়ে কাজ করছিলাম বলেই ওরা মারধর করেছে ।’’