পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঠাকুমা খুন, বন্ধ ঘরে যুবকের ফেসবুক লাইভ - murdr

আজ সকালে বাসিন্দারা দেখেন ইন্দ্রনীলদের বাড়ির সদর দরজা বাইরে থেকে তালা বন্ধ । রাস্তার সামনে একটি ঘরের জানালার সামনে দাঁড়িয়ে রয়েছে ইন্দ্রনীল ।

ইন্দ্রনীল

By

Published : Jun 10, 2019, 10:30 AM IST

Updated : Jun 10, 2019, 3:35 PM IST

চুঁচুড়া, 10 জুন : খুন হয়েছেন ঠাকুমা । পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে গেছে । গোটা ঘরের মেঝে রক্তে মাখামাখি । আর সেই ঘরের মধ্যে দাঁড়িয়ে ফেসবুক লাইভ করছে এক যুবক । ঘরের দরজা বাইরে থেকে তালা বন্ধ । ঘটনাটি আজ সকালে চুঁচুড়ার ব্যান্ডেলের সাহাগঞ্জ শিবতলা এলাকার । পুলিশ ঘটনাস্থানে গিয়ে ওই যুবককে আটক করেছে ।

চুঁচুড়ার ব্যান্ডেলের সাহাগঞ্জ শিবতলা এলাকার বাসিন্দা ইন্দ্রনীল রায় । আজ সকালে বাসিন্দারা দেখেন ইন্দ্রনীলদের বাড়ির সদর দরজা বাইরে থেকে তালা বন্ধ । রাস্তার সামনে একটি ঘরের জানালার সামনে দাঁড়িয়ে রয়েছে ইন্দ্রনীল । তার হাতে রাজমিস্ত্রিদের কাজ করার ধারালো কর্ণিক । প্রতিবেশীরা জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন ঘরের মেঝে রক্তে মাখামাখি ।

পুলিশ এসে দেখে ইন্দ্রনীল বন্ধ ঘরের জানালার সামনে দাঁড়িয়ে রয়েছে । সেখানে দাঁড়িয়ে সে ফেসবুক লাইভ করছে । ইন্দ্রনীলের এক হাতে ফোন এবং অন্য হাতে রক্তমাখা কর্ণিক । কখনও সে ফেসবুক লাইভে তার বন্ধুদের অনুরোধ করছে এসে দরজার তালা খুলে দেওয়ার জন্য, কখনও আবার জানালার বাইরে প্রতিবেশীদের অনুরোধ করছে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে ইন্দ্রনীলের ঠাকুমা খুন হয়েছেন । অভিযোগ, ইন্দ্রনীল নানারকম নেশা করত । শাবল ও কর্ণিক দিয়ে গত রাতে তার বাবা-মা ও ঠাকুমাকে আক্রমণ করে । তিনজনই গুরুতর জখম হন । খবর পেয়ে পুলিশ এসে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করে । সেখানে ঠাকুমা মারা যান । তবে তখন পুলিশ ইন্দ্রনীলকে আটক বা গ্রেপ্তার করেনি । কেন করেনি তা স্পষ্ট নয় । তবে বাড়ির সদর দরজায় বাইরে থেকে তালা দেওয়া হয়েছিল । কিন্তু কে তালা দিয়েছিল সেটাও স্পষ্ট নয় । আজ সকালে পুলিশ এসে ইন্দ্রনীলকে আটক করে থানায় নিয়ে গেছে । জানা গেছে, ইন্দ্রনীল শ্রীরামপুর কলেজের প্রাক্তন সাধারণ সম্পাদক ।

Last Updated : Jun 10, 2019, 3:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details