চণ্ডীতলা, 3 নভেম্বর : হুগলির চণ্ডীতলায় রহস্যজনকভাবে খুন হল এক যুবক । এদিকে পুলিশকে না জানিয়ে মৃতদেহ দাহ করার চেষ্টা করে পরিবার । খবর পেয়ে দেহ আটক করে পুলিশ । আজ মৃতদেহ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় চণ্ডীতলা থানার পুলিশ । মৃতের নাম ভক্তিভূষণ বাগ (35) । গতকাল বিকেল পাঁচটা নাগাদ চণ্ডীতলার কানাইডাঙায় গুলিবিদ্ধ হয় সে । তবে কী কারণে এই খুন তা পরিষ্কার নয় । এদিকে মৃতের বাবা ও স্ত্রী মৃত্যুর দুরকম কারণ বলায় তৈরি হয়েছে বিতর্ক ।
জানা গেছে, সোমবার বেলুড়ে একটি পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিল মৃত যুবকের পরিবার । তবে ভক্তিভূষণের স্ত্রী বাড়িতে ছিল । বাইরে বেরোলেও পরে বাড়ি ফিরে আসে ওই যুবক । জানা গেছে, বাড়ির সামনে একটি মারুতি ভ্যান আসে । সেখানে থেকে কেউ বা কারা বাড়ির কাছেই তাকে মাথায় গুলি করে । এখানেই ধন্দে পড়েছে পুলিশ । কারণ মৃতের স্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, খাটের মধ্যে শোয়া অবস্থায় স্বামীকে মৃত দেখেন তিনি । কোনও গুলির আওয়াজও পাননি । পরিবারের লোকজন আহত যুবককে ডানকুনির একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায় । ততক্ষণে মৃত্যু হয় ওই যুবকের ।