হুগলি, 12 অক্টোবর:দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ৷ বছর দুই আগে রেজিস্ট্রি করে বিয়েও হয়েছিল ৷ সম্প্রতি ডিভোর্সের দাবি করছিলেন স্ত্রী ৷ প্রতিশোধ নিতে স্ত্রী মাসির বাড়িতে গিয়ে ছুরি দিয়ে হামলার অভিযোগ যুবকের বিরুদ্ধে ৷ ওই যুবতীকে বাঁচাতে গিয়ে জখম হন তাঁর মাসি ও মেসোমশাই ৷ বুধবার হুগলির চুঁচুড়ার ঘটনা ৷ ঘটনার পরই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযুক্তের দাবি টাকার জন্য স্ত্রী সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন ৷ তা নিয়েই সমস্যার সূত্রপাত ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই দম্পতি দু’জনেই চুঁচুড়ার বাসিন্দা ৷ বিগত আট বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল তাঁদের মধ্যে ৷ দু’বছর আগে রেজিস্ট্রি হলেও, তাঁদের সামাজিক বিয়ে হয়নি ৷ ওই যুবতী স্থানীয় একটি বেসরকারী সংস্থায় কর্মরত ৷ ওই যুবতীর অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তাঁর উপর মানসিক ও শারীরিক নির্যাতন করতেন স্বামী । তাই ডিভোর্সের কথা জানিয়ে ছিলেন । তা থেকেই শুরু হয় সম্পর্কের টানা পোড়েন ৷ এদিন কর্মস্থল থেকে মাসির বাড়ি গিয়েছিলেন ওই যুবতী । সেখানে তাঁর পিছু নেয় অভিযুক্ত । ওই যুবতীর মেসোমশাইয়ের সঙ্গে কথা বলতে ছাদে যায় ওই যুবক ৷ হঠাৎই তাঁদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় । এরপরেই অভিযুক্ত যুবতীর মেসোমশাইয়ের গলায় ছুরি দিয়ে আঘাত করে । চিৎকার শুনে ওই যুবতী ও তাঁর মাসি বাঁচাতে গেলে তাদের উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পরে অভিযুক্ত। তিনজনকে জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলেন । খবর দেওয়া হয় চুঁচুড়া থানায় ৷ পুলিশ এসে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে ৷ আহতরা সকলেই চুঁচুড়া হাসপাতালে চিকিৎসাধীন ।