বলাগড়, 14 মার্চ : বিষ খাওয়ার ছবি তুলে তা প্রেমিকাকে পাঠিয়েছিল যুবক । গতকাল মৃত্যু হল তার ৷ মৃত যুবকের নাম অসীম ঘোষ (31) ৷ হুগলির বলাগড় থানার মহিপালপুরের কামারপাড়ার বাসিন্দা । স্থানীয় সূত্রে খবর, পাশের পাড়ার যুবতির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক তার । সেই সম্পর্কের টানাপোড়েনে দোলের দিন বিষ খায় অসীম । গতকাল রাতে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে মৃত্যু হয় অসীমের ৷
অসীমের পরিবারের দাবি, যুবতির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জেরে আত্মহত্যা করে অসীম । যদিও এই ঘটনার পর থেকেই যুবতির বাড়ি তালাবন্ধ । তবে বলাগড় থানায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি । মৃতের ভাই খোকন ঘোষ জানান, "দাদার সঙ্গে পাশের পাড়ার এক যুবতির সম্পর্ক ছিল । যুবতিকে ভালোবাসত আমার দাদা । পরিবারের সঙ্গে কোনও রকম ঝামেলা হয়নি সেদিন । দাদার সঙ্গে ওই যুবতির মাঝখানে সম্পর্কের বিচ্ছেদ হয় । দাদা ছাড়াও একাধিকজনের সঙ্গে সম্পর্ক ছিল ওই যুবতির । ওই যুবতিকে সোনার গয়নাও কিনে দিয়েছিল দাদা৷ আমরা ওই যুবতির বিরুদ্ধে বলাগড় থানায় অভিযোগ করব । আমার দাদার মতো আর কারও যেন সর্বনাশ না হয় । ওই যুবতির শাস্তি চাই আমরা ।"