রিষড়া , 28 ফেব্রুয়ারি : অন্যান্য দিনের মতো রবিবার সকালে কাজে যোগ দিতে এসেছিলেন শ্রমিকরা । এসে দেখেন গেটের বাইরে কাজ বন্ধের নোটিশ । কাঁচা পাটের দাম বৃদ্ধি, সংস্থার আর্থিক অবস্থা খারাপ, উৎপাদন কম-সহ অন্যান্য কারণ দেখিয়ে মিল বন্ধের সিদ্ধান্ত নেয় রিষড়ার ওয়েলিংটন জুটমিল কর্তৃপক্ষ । নোটিশ দেখে জুটমিলের গেটের সামনে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা ।
গতকাল রাত 10 টা নাগাদ জুটমিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলায় মিল কর্তৃপক্ষ । এমনকী ওয়েলিংটনের তিনটি শ্রমিক ইউনিয়নের অসহযোগিতার অভিযোগও আনা হয় নোটিশে । যার জেরে সকাল থেকে জুটমিল শ্রমিকরা জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে । বিক্ষোভের ফলে প্রচুর যানজটের সৃষ্টি হয় । খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হয় শ্রীরামপুর থানার পুলিশ ।
শ্রমিকদের অভিযোগ, ভোটের আগে স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগসাজশ করে কাজ বন্ধ করা হয়েছে । তাঁদের দাবি, কোনওরকম আলোচনা ছাড়া কর্তৃপক্ষ একতরফা মিল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে । কয়েক মাস আগে কাজ বন্ধ করে শ্রমিকদের বিপাকে ফেলেছিল মিল কর্তৃপক্ষ । সাসপেনশন অফ ওয়ার্কের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে আন্দোলনে সামিল হয় শ্রমিকরা । জুটমিল শ্রমিকদের দাবি, বিজেপির এক নেতার সঙ্গে মিলে এই জুটমিল বন্ধ করেছে ম্যানেজমেন্ট । তিনদিন আগে থেকে পাট নেই । তখন ম্যানেজমেন্ট তো কাজ বন্ধ করেনি ,তাহলে আজ কেন এমন সিদ্ধান্ত নিতে হল । ইউনিয়নের সঙ্গে ফায়দা তুলতে না পেরে বিজেপিকে সঙ্গে নিয়ে কর্তৃপক্ষ এটা করছে ।
আরও পড়ুন :ভাত-ডাল, ভাজা-সবজি ও মিষ্টি; নৈহাটির জুটমিল শ্রমিকের বাড়িতে মধ্যাহ্নভোজ নাড্ডার
যদিও স্থানীয় বিজেপি নেতা বিজয় পান্ডের দাবি , ভোট এলেই মিল বন্ধ হয় । কারণ শ্রমিকরা বেশিরভাগই অবাঙালী । মিল বন্ধ হলে তারা বাড়ি চলে যাবে । এই ধারনা থেকে দীর্ঘদিন ধরে এটা চলে আসছে । আগে সিপিএম করত এখন তৃণমূল করছে । আর তাছাড়া মিলে বিজেপির ইউনিয়নও নেই ।
রিষড়ার জুটমিলে বিক্ষোভ শ্রমিকদের