রিষড়া, 27 অক্টোবর : রিষড়ার ওয়েলিংটন জুটমিলে অচলাবস্থা । লে অফের নোটিস দিল ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ । নোটিসের ফলে B ও C শিফটের কাজ বন্ধ হয়ে যায় । এর জেরে কাজ হারাল প্রায় চার হাজার শ্রমিক ।
রিষড়ার জুটমিলে লে অফের নোটিস, কর্মহীন 4 হাজার শ্রমিক - পুজোর পরই রিষড়া ওয়েলিংটন জুটমিল বন্ধের ঘোষণায় বেকার কয়েক হাজার শ্রমিক
রিষড়ার ওয়েলিংটন জুটমিলে অচলাবস্থা । লে অফের নোটিস দিল ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ ।
পুজোর আগে বোনাসের দাবিতে পথ অবরোধ করেন শ্রমিকরা । বোনাস দিলেও বেতন পাননি শ্রমিকরা । তা নিয়ে অসন্তোষ তৈরি হয় । পাট না থাকায় উৎপাদনও ব্যাহত হচ্ছিল বলে জানা যায় ।
এরই মাঝে আজ লে অফের নোটিস দেয় জুটমিল কর্তৃপক্ষ । 22 তারিখ পর্যন্ত যে সব শ্রমিক কাজ করেছে তাদের বেতন যথাক্রমে আগামী মাসের 3 ও 7 তারিখের মধ্যে মিটিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে । মহম্মদ করিমউদ্দিন নামে এক শ্রমিক বলেন, "এই ম্যানেজমেন্ট চললে আগামী দিনে আরও খারাপ অবস্থা হবে । এই ম্যানেজমেন্ট থাকলে আমরা কোনওদিনই সুখে থাকব না ৷ পুজো শেষ না হতে হতেই বোনাস পেলেও বেতন পাওয়া গেল না । উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেল ৷ কাজ বন্ধ হয়ে গেল ৷ 3 থেকে 7 তারিখ পাওনা মিটিয়ে দেওয়ার কথা বললেও আমরা কীভাবে সংসার চালাব বুঝে উঠতে পারছি না । "