উত্তরপাড়া, 1 জুন: মাটির নিচে নেমে CESC-র লাইনে কাজ করার সময় মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ায় ৷ অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায় ওই ঠিকা শ্রমিক মৃত৷ ঠিক কী কারণে মৃত্যু হয়েছে শ্রমিকের তা এখনও জানা যায়নি৷ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷ এদিকে, এই ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছেন অন্য ঠিকা শ্রমিকরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম অম্বিকা রাজবংশী (45)। তাঁর বাড়ি কলকাতার তারাতলা এলাকায়। বোস ইঞ্জিনিয়ারিং নামের একটি ঠিকাদারি সংস্থার হয়ে কাজ করতেন তিনি। আমফানের তাণ্ডবের পর বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে দিনরাত কাজ চলছে CESC-র। সেই কাজে রয়েছেন CESC-র সহযোগী সংস্থা বোস ইঞ্জিনিয়ারিংয়ের ঠিকা শ্রমিকরাও৷ সেভাবেই আজ উত্তরপাড়া থানার সামনে মাটির খুঁড়ে CESC লাইনে কাজ চলছিল৷ যেখানে আকস্মিক মৃত্যু হয় অম্বিকা রাজবংশী নামের এক শ্রমিকের৷ অন্য শ্রমিকরাই তাঁকে উদ্ধার করে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যায়৷ যদিও ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে৷ মৃত্যুর কারণ পরিষ্কার নয়৷ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷