তারকেশ্বর, 20 সেপ্টেম্বর : প্রথমে যুবতিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস । পরে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ছড়ানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক যুব তৃণমূল নেতার বিরুদ্ধে । তার জেরে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ওই যুবতি । ঘটনাটি ঘটেছে হুগলির তারকেশ্বরের বিনোদ বাটি এলাকায় । অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা অমিয় ঘোষের বাড়ি তারকেশ্বরের সালেপুর এলাকায় ।
যুবতির পরিবারের অভিযোগ, সালেপুর গ্রামের স্থানীয় তৃণমূল নেতা অমিয় ঘোষ বিবাহিত হওয়ার সত্ত্বেও প্রেমের সম্পর্ক জড়িয়েছিল বিনোদবাটি গ্রামের ওই যুবতির সঙ্গে । বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন । পরে ওই যুবতি জানতে পারেন যে অমিয় ঘোষ বিবাহিত এবং তাঁর একটি সন্তানও আছে । এরপর সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলে বেঁকে বসেন অমিয় । তাঁদের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেন । এমনকী আত্মহত্যারও প্ররোচনা দেওয়া হয় । লজ্জায় গত রবিবার বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ওই যুবতি ।