পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Woman Died By Suicide : সম্পর্কে ভাঙন ! আত্মহত্যা যুবতীর - আত্মহত্যা যুবতীর

চুঁচুড়া আখনবাজারের একটি আবাসনে যুবতীর মৃতদেহ উদ্ধার হয় (Hooghly Woman Died By Suicide) ৷ যুবতীর নাম ঈশিতা মণ্ডল ৷

Hooghly News
সম্পর্কে ভাঙন ! আত্মহত্যা যুবতীর

By

Published : May 31, 2022, 1:59 PM IST

চুঁচুড়া, 31 মে : গলায় ফাঁস লাগানো যুবতীর মৃতদেহ উদ্ধার হয় (Hooghly Woman Died By Suicide) ৷ ঘটনাটি ঘটে চুঁচুড়া আখনবাজারের একটি আবাসনে ৷ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷

জানা যায়, মৃত ওই যুবতীর নাম ঈশিতা মণ্ডল ৷ বয়স 25 বছর ৷ ঈশিতা ও তার মা আখনবাজারেরই একটি জুয়েলারি দোকানে কাজ করতেন । গত বছর করোনায় মারা যান তিনি । বাবা অনেকদিন আগে প্রয়াত হয়েছেন । মায়ের মৃত্যুর পর বর্তমানে এখানে এক মাসির সঙ্গে থাকতেন তিনি । থাকার সুবাদে বিশাল দাসের সঙ্গে সম্পর্ক হয় তাঁর । চুঁচুড়ার মাধবী জুয়েলারী দোকানের মালিকের ভাইপো বিশালের সঙ্গে তাঁর সম্পর্ক হয় । বিয়ের ঠিক হয়ে গিয়েছিল । ওই আবাসনে প্রায়ই আসতেন ওই যুবক ৷ দু'জনের মধ্যে গন্ডগোল হয় । হবু বরের সঙ্গে মাঝে মধ্যে ঝগড়া হওয়ার কথা জানান প্রতিবেশীরা ।

চুঁচুড়ায় যুবতীর মৃতদেহ উদ্ধার

বিশাল বলেন, "ঈশিতা মানসিক অবসাদে ছিল । মুড অফ হলেও কী রকম করত । আগেও আত্মহত্যা করার চেষ্টা করে দু'একবার । আত্মহত্যার আগে ভিডিয়ো কল করে । বারবার বলত মায়ের কাছে চলে যাব ।"

আরও পড়ুন :রামপুরহাটে অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার তাদের দু'জনের মধ্যে ঝগড়া হয় । সোমবার দুপুরে দোকান থেকে চাবি নিয়ে ফ্ল্যাটে চলে যান যুবতী । দরজা বন্ধ করে সিলিংফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন । ঘরের মধ্যে থাকা সিসি ক্যামেরার মুখ ঘোরানো ছিল বলে জানা গিয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় । মৃতদেহ নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি । পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ।

ABOUT THE AUTHOR

...view details